মুম্বই, ৩০ ডিসেম্বর : সেঞ্চুরিয়নে ভারত জিতল। কিন্তু ভারত অধিনায়কের অফ ফর্ম যথারীতি বহাল। আফ্রিকানদের ডেরায় এমন চমকপ্রদ জয়ের মুহূর্তেও যা কাঁটার মতো ফুটছে। এরমধ্যে সুনীল গাভাসকর পরামর্শ দিলেন, বিরাট কোহলি তাঁর অফ স্ট্যাম্পের সমস্যা নিয়ে ব্যাটিং গ্রেট শচীন তেন্ডুলকরের সঙ্গে কথা বলতে পারেন। শচীন অবশ্য এদিনই ম্যাচের শেষে ভারতীয় বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই বোলিং লাইন-আপ সব জায়গায় কুড়িটি উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন রবি শাস্ত্রীও।
আরও পড়ুন-৩০ দিনে ৩৫ হাজার মেট্রিক টন ধান কিনল খাদ্য দফতর
দু’বছর হয়ে গেল বিরাটের ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। ভিকের ব্যাটে এই রানের খরা চিন্তায় ফেলেছে গাভাসকরকে। তিনি বলেছেন, ‘‘এটা খুব ভাল হয় যদি বিরাট শচীনকে ফোন করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কথাবার্তার মধ্যে এটা জানতে চায় যে, শচীন কীভাবে ২০০৩-০৪-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের এমন সমস্যা সামলাতে পেরেছিল। কভারে শট খেলতে গিয়ে শচীন সেবার কভারে আর উইকেটের পিছনে আউট হচ্ছিল। শেষপর্যন্ত শচীন কভারে আর শটই খেলেনি। শুধু মিড অফ, সোজা আর মিড অনে শট খেলেছে। এরপর কী হল?
আরও পড়ুন-দুর্ঘটনায় কালনার বিধায়ক
প্রথম ইনিংসে ২৪১ নট আউট আর পরের ইনিংসে ৬০ নট আউট। হ্যাপি নিউ ইয়ার জানিয়ে বিরাট এটা জানার চেষ্টা করতেই পারে যে, শচীন কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে এসেছিল।” গাভাসকর আরও জানিয়েছেন, বিরাট খুব আনলাকি যে এক ভুলেই আউট হয়ে যাচ্ছেন! ‘‘ওর ব্যাটিং দেখলে বোঝা যাবে, তেমন কোনও ভুল নেই। আসলে কপাল ওর সঙ্গে নেই! প্রথমবার ভুল করেই বিরাট আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও বল ছেড়ে দিতেই পারে। কিন্তু সবাই ভুল করে! তবে বেশিরভাগই বেনিফিট পায়। বিরাটের কপাল খারাপ। ও সেটা পাচ্ছে না।” বলেছেন গাভাসকর। তবে তিনি মনে করেন, ২০২১ শেষ, এবার কপাল খুলবে ভারত অধিনায়কের। তিনি এবার রানে ফিরবেন।