দ্রাবিড়ের পর আর কারও আবেদনের দরকারই নেই : গাভাসকর

Must read

দুবাই, ২৭ অক্টোবর : রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করার পর আর কারও আবেদন করার দরকার আছে বলে মনে করেন না সুনীল গাভাসকর। মঙ্গলবার দ্রাবিড় বোর্ডের কাছে তাঁর আবেদনপত্র জমা দিয়েছেন। এরপরই নিজের প্রতিক্রিয়ায় এ-কথা জানান গাভাসকর।

তিনি মনে করেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দ্রাবিড় যে ভূমিকা পালন করেছেন, তারপর আর কারও নাম উঠে আসা সম্ভব নয়। গাভাসকরের কথায়, “আমার এটা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই যে, দ্রাবিড় কোচ হতে চেয়ে আবেদন করার পর আর কারও আবেদন করার প্রয়োজন নেই। যেভাবে ও অনূর্ধ-১৯ দলকে গাইড করেছে এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করেছে, তাতে মাঠে ও মাঠের বাইরে নিজের দক্ষতা প্রকাশ করেছে। প্রশাসনিক কাজেও দ্রাবিড় নিজের দক্ষতা দেখিয়েছে। সুতরাং ওর আবেদন জানানোটা ছিল নিছকই ফর্ম্যালিটি।”

আরও পড়ুন : জেসনের ব্যাটে জিতল ইংল্যান্ড

ক্রিকেট জীবনে তাঁর রক্ষণ এতটাই পরিপাটি ছিল যে দ্রাবিড়কে বলা হত ‘দ্য ওয়াল’। সেই লোক এবার বিরাট কোহলিদের কোচ হতে চেয়ে আবেদন জানানোয় উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট মহল। রবি শাস্ত্রী টি-২০ বিশ্বকাপের পরই সরে যাবেন। দ্রাবিড়ের তাঁর জুতোয় পা গলানো এখন শুধু সময়ের অপেক্ষা। জুনিয়র ক্রিকেট দলকে নিয়ে দারুণ কাজ করে আসা দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ মদনলালও। তিনি বলেছেন, “ভারতীয় ক্রিকেটের জন্য এটাই সেরা ঘটনা। দ্রাবিড় একেবারে নিচ থেকে উঠে এসেছে। ওর থেকে ভাল প্রার্থী আর কেউ হত না। ভারতীয় ক্রিকেটকে সাহায্য করার জন্য সব রকমের দক্ষতা দ্রাবিড়ের আছে।”
দ্রাবিড় কয়েক মাস আগে ভারতীয় সিনিয়র দলকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলেন। সেখানে ম্যানেজার হিসাবে তাঁর ভূমিকা উচ্চপ্রশংসিত হয়েছে। আগামী দু’বছর বিরাট কোহলির দলকে নিয়ে তিনি এখন কেমন কাজ করেন সেটাই দেখার।

Latest article