বার্সেলোনা, ৯ জানুয়ারি : আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের আসরে দেখা যাবে তো বার্সেলোনাকে? সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ কমছে!
শনিবার রাতে লা লিগায় গ্রানাডার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রথমে গোল করে এগিয়ে গেলেও, একবারে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে জাভির দল। এই ড্র এর পর, ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বার্সেলোনা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার জন্য প্রথম চারে থাকতে হবে। কাজটা ক্রমশ কঠিন হয়ে উঠেছে।
আরও পড়ুন-এবার সুপ্রিম কোর্টে
তবে দল জিততে না পারলেও, এই ম্যাচে নজর কেড়ে নিয়েছেন দানি আলভেস। ৩৮ বছরের আলভেস দীর্ঘদিন পর ফের পুরনো ক্লাবে ফিরেছেন। আর ফিরেই আবারও নিজের জাত চেনাতে শুরু করেছেন। এই ম্যাচেও আলভেসের মাপা ক্রস থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েচিলেন লুক ডি জং। এগিয়ে যাওয়ার পর, আরও আক্রমণে ঝাঁপিয়েছিল বার্সেলোনা। কিন্তু ৭৯ মিনিটে লাল কার্ড দেখে বসেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভি। আর সেই সুযোগে পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে ৮৯ মিনিটে গোল শোধ করে দেন ভ্যালেন্সিয়ার আন্তোনিও পুয়েট্রেস।