গয়াগামী বাস দুর্ঘটনায় মৃত ৩, আহত ২০ পুণ্যার্থী

ভগবানপুরে কাঁকড়াবাড়ি গ্রামের ঝাড়েশ্বর সামন্ত লোকনাথ নামক একটি টুরিস্ট বাসে বাজকুল থেকে ৭০ জন পুণ্যার্থীকে নিয়ে রওনা হন। রবিবার বিকেলে।

Must read

সংবাদদাতা, বাজকুল : পূর্ব মেদিনীপুরে বাজকুল থেকে বিহারের গয়ায় বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনা। মৃত্যু হল তিনজনের। গুরুতর জখম ২০ পুণ্যার্থী। সোমবার ভোররাতে বিহার-ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তে হাজারিবাগ এলাকায়। মৃত তিনজনের মধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসচালক ও খালাসি ছাড়াও রয়েছেন একজন পুণ্যার্থী বাসিন্দা বলে জানা গিয়েছে। সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। ২০ জনের মধ্যে ছজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। যদিও তিনজনের এখনও পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন-বিশ্বভারতীতে নিয়ম না মেনে পদোন্নতি

ভগবানপুরে কাঁকড়াবাড়ি গ্রামের ঝাড়েশ্বর সামন্ত লোকনাথ নামক একটি টুরিস্ট বাসে বাজকুল থেকে ৭০ জন পুণ্যার্থীকে নিয়ে রওনা হন। রবিবার বিকেলে। ভোররাতে বিহারের হাজারিবাগ এলাকায় বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সঙ্ঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী বাসটি। খবর পেয়ে খোঁজখবর নেন কারামন্ত্রী অখিল গিরি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। মৃতদেহগুলি যাতে পরিবারের হাতে তুলে দেওয়া যায়, তার জন্য বিহার পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। আহতদের দ্রুত রাজ্যে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থাও করেন।

Latest article