চলতি বছরে দ্বিতীয়বার ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করল বিশ্বব্যাঙ্ক। এপ্রিল মাসে বিশ্বব্যাঙ্ক জানিয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে ভারতের জিডিপি ৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে। কিন্তু ওই পূর্বাভাস কমিয়ে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি ৭.৫ শতাংশ হারে বাড়তে পারে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ভূ-রাজনৈতিক পরিস্থিতি, সরবরাহ শৃঙ্খলে অনিয়ম প্রভৃতি কারণে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আরও কমানো হল বলে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে।
আরও পড়ুন-বিজেপিকে বয়কটের ডাক বক্সির
বিশ্বব্যাঙ্কের আশঙ্কা, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের জিডিপি আরও কমবে। সেক্ষেত্রে ভারতের জিডিপি ৭.১ শতাংশে নেমে আসতে পারে বলে অনুমান। বিশ্বব্যাঙ্ক মনে করছে, ২০২২ সালের প্রথম দিকে ভারতের আর্থিক বৃদ্ধি দুটি কারণে ধাক্কা খেয়েছে। প্রথমটি হল করোনা সংক্রমণ এবং অপরটি হল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। বিশ্বব্যাঙ্ক আরও জানিয়েছে, করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলেও ভারতীয় শিল্পক্ষেত্রে কর্মীদের যোগদানের হার এখনও প্রাক মহামারীর স্তরে পৌঁছয়নি।