করোনাজনিত সমস্যা কাটিয়ে উঠে দেশের অর্থনীতি সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। কিন্তু এরই মধ্যে শুরু হল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। যুদ্ধের কারণে দেশের জিডিপির হার বেশ কিছুটা কমবে বলে জানাল আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আশাপ্রকাশ করেছিলেন, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের জিডিপি ১০.৩ শতাংশ বৃদ্ধি হবে।
আরও পড়ুন-অস্ত্রপাচারে শীর্ষে উত্তরপ্রদেশ সংসদে জানাল কেন্দ্রীয় সরকার
কিন্তু এদিন ফিচ জানিয়েছে, ভারতের জিডিপি বৃদ্ধির হার ৮.৫ শতাংশে নেমে আসবে। আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। তার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। বিশ্বের জিডিপি বৃদ্ধি ০.৭ পয়েন্ট কমে ৩.৫ শতাংশ হবে বলে অনুমান করছে ফিচ।