জিডিপি বৃদ্ধির হার কমে দাঁড়াল ৫.৪%, আড়াই বছরে সর্বনিম্ন

আর্থিক ক্ষেত্রে অবনতির সব লক্ষণ স্পষ্ট। দেশের জিডিপি বৃদ্ধির হার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সর্বনিম্ন ৫.৪ শতাংশে নেমে এসেছে।

Must read

প্রতিবেদন: আর্থিক ক্ষেত্রে অবনতির সব লক্ষণ স্পষ্ট। দেশের জিডিপি বৃদ্ধির হার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সর্বনিম্ন ৫.৪ শতাংশে নেমে এসেছে। গত আড়াই বছরের হিসাবে যা সবচেয়ে কম। আর্থিক পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ। তার তুলনায় অনেক কমেছে জিডিপির হার। উৎপাদন ও খনন ক্ষেত্রে ধীরগতির প্রবৃদ্ধি, সরকারি ব্যয়ের ধীরগতি এবং দুর্বল ব্যক্তিগত ব্যয়ের মন্থরতার কারণে অর্থনৈতিক বৃদ্ধি লক্ষণীয়ভাবে কমেছে বলে শুক্রবার জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) প্রকাশিত তথ্য জানিয়েছে।

আরও পড়ুন-ইউপি পুলিশকে কড়া ধমক সুপ্রিম কোর্টের

এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ, আর গত বছরের একই সময়ে এটি ছিল ৮.১ শতাংশ। উৎপাদন খাতে জুলাই-সেপ্টেম্বরে মাত্র ২.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে এপ্রিল-জুনে এটি ছিল ৭ শতাংশ এবং গত বছরের একই সময়ে ১৪.৩ শতাংশ। খনিক্ষেত্রে দীর্ঘমেয়াদি বৃষ্টিপাতের কারণে বড় ক্ষতি হয়েছে। জুলাই-সেপ্টেম্বরে এতে ০.১ শতাংশ সংকোচন হয়েছে, যা আগের ত্রৈমাসিকে ৭.২ শতাংশ এবং গত বছরের একই সময়ে ১১.১ শতাংশ বৃদ্ধি দেখিয়েছিল। তবে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে কৃষিখাতে মোট মূল্য সংযোজন বৃদ্ধি পেয়েছে ৩.৫ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, উৎসবের মরশুম এবং সরকারি নানাবিধ প্রকল্প আগামী ত্রৈমাসিকে কিছুটা প্রবৃদ্ধি বাড়াতে পারে। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং যুদ্ধজর্জর বিশ্ব-অর্থনীতির ঝুঁকি এখনও ভারতের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে থাকছে।

Latest article