মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে বিশেষ ভূমিকা নেবে জেনজি

Must read

নয়াদিল্লি : বিধানসভা নির্বাচনে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata banerjee) নেতৃত্বে তৃণমূলকে আবার জয়ী করতে আধুনিক প্রজন্ম তথা তরুণ ও যুবসম্প্রদায় বিশেষ ভূমিকা নেবে বলে নিশ্চিত রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এর সপক্ষে যুক্তি দিতে গিয়ে মোট ২৬টি কারণ তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, বাংলায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১২ থেকে বেড়ে ৪৭ হয়েছে, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ক্ষমতায় আসার পরেই। শুধুই তাই নয়, ১৪টি নতুন মেডিক্যাল কলেজ, ৫১টি সরকারি কলেজ এবং ৫০০টি নতুন আইটিআইও গড়ে উঠেছে। ২ কোটির বেশি চাকরির সুযোগ হয়েছে গত ১৪ বছরে। বেঙ্গল সিলিকন ভ্যালি টেকহাব রাজারহাট-নিউটাউনের ২০০ একর জমিতে গড়ে উঠেছে। যেখানে এখন রয়েছে ৪১ টি তথ্যপ্রযুক্তি সংস্থা। প্রায় ৩ লক্ষ আইটি পেশাদারদের জন্য সরাসরি চাকরির ব্যবস্থা হয়েছে। বাংলায় ৪৭ লক্ষ তরুণকে উৎকর্ষ বাংলা প্রকল্পে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ৬ বছরে সব মিলিয়ে ৪৭ হাজার সংস্থা বাংলায় কর্মসংস্থানের পথকে প্রসারিত এবং মসৃণ করেছে। এই সব কারণেই জেনজি মমতা বন্দ্যোপাধ্যায়কেই ক্ষমতায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। নিশ্চিত ডেরেক ও’ব্রায়েন।

আরও পড়ুন-উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ছয় ভলভো

Latest article