কোথায় জাওয়াদ?
ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ
রবিবার সকালে তা পুরীতে ঢোকার আগেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে
রবিবার বেশি রাতের দিকে তা আরও শক্তিক্ষয় করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে
কোথায় কেমন ঝড়-বৃষ্টি?
আরও পড়ুন-সাংসদদের নিয়ে বৈঠকে অভিষেক
রবিবার প্রায় সারাদিনই গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে
সঙ্গে জারি ছিল ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া
ভারী বৃষ্টি হয়েছে মূলত দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে
কলকাতা, হুগলি, নদিয়া, দুই বর্ধমান ও মুর্শিদাবাদের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে
রবিবারের মতো সোমবারও বৃষ্টি জারি থাকবে
ভারী বৃষ্টির পূর্বাভাস আছে, উপকূলবর্তী জেলাগুলিতে
সেই সঙ্গে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন-পথ খোলা, দল ছাড়ার সম্ভাবনা উসকে দিয়ে বললেন গুলাম নবি
আজ-কাল কেমন যাবে?
সোমবার বিকেলের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।
মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা সহ রাজ্যে দুর্যোগ পুরোপুরি কাটবে।
প্রশাসনের সতর্কতা
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
উপকূল এলাকায় পর্যটকদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা সোমবারও বহাল রয়েছে।
সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি।
দুর্যোগ কাটলে ধীরে ধীরে কমবে তাপমাত্রা।
কলকাতায় টানা বৃষ্টির জেরে সতর্ক রয়েছে প্রশাসন।
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ভারী বৃষ্টি হলেও কলকাতায় জল জমার কোনও আশঙ্কা নেই।
দূর্যোগ মোকাবিলায় রবিবার বিকেল চারটের পর থেকে কলকাতায় গঙ্গার লকগেটগুলি খুলে দেওয়া হয়।
দেবাশিস কুমার জানান, পরিস্থিতি সামলাতে প্রতিটি বরোতে দল তৈরি আছে। পাম্পিং স্টেশনেও টিম রয়েছে। গাছ পড়ে গেলে তা সরানোর জন্য প্রস্তুত প্রশাসন।
সিইএসসি-র সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে প্রশাসন।
দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, দমকলের পক্ষ