ড্র করল জার্মানি

কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের গোল হজমে হাঙ্গেরির বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করল জার্মানি।

Must read

বুদাপেস্ট, ২০ নভেম্বর : কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের গোল হজমে হাঙ্গেরির বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করল জার্মানি। বুদাপেস্টে আয়োজিত ম্যাচে বিরতির আগে কোনও দলই গোল করতে পারেনি। যদিও ৭৬ মিনিটে সেটপিস থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন ফেলিক্স কালু নেমেচা।

আরও পড়ুন-শুভমনকে নিয়ে ধোঁয়াশা, মর্নির নজরে আছেন শামিও

সবাই যখন ধরেই নিয়েছে, ম্যাচটা জিততে চলেছে জার্মানরা। তখনই নাটকীয় মোড়। সংযুক্ত সময়ের নবম মিনিটে পেনাল্টি আদায় করে নেয় হাঙ্গেরি। নিজেদের বক্সের মধ্যে হ্যান্ডবল করেছিলেন জার্মান ডিপেন্ডার রবিন কচ। পেনাল্টি থেকে ১-১ করে দেন হাঙ্গেরির ডমিনিক সোবোসলাই। নেশনস লিগের অন্য একটি ম্যাচে সুইডেন ৬-০ গোলে হারিয়েছে আজারবাইজানকে। হ্যাটট্রিক-সহ একাই চার গোল করেন সুইডেনের ভিক্টর গিয়োকেরেস। বাকি দু’টি গোল দেজান কুলুসেভস্কির।

আরও পড়ুন-পারথ কিউরেটরের মুখে গতি ও বাউন্স

প্রসঙ্গত, গিয়োকেরেসকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সই করাতে ঝাঁপিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম। সুইডিশ স্ট্রাইকার এখন খেলেন আমোরিমের সদ্য প্রাক্তন ক্লাব স্পোর্টিং লিসবনে। চলতি নেশনস কাপে ইতিমধ্যেই ছ’টি গোল করে ফেলেছেন গিয়োকেরেস। টুর্নামেন্টে অন্য একটি ম্যাচে নেদারল্যান্ডস ১-১ ড্র করেছে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে।

Latest article