পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত কর্তব্যে অনড় থাকে বিদ্যুৎ দফতর। এবছর শারদোৎসব উপলক্ষ্যে বুধবার থেকেই চালু হয়ে গেল বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম (control room)। চলবে জগদ্ধাত্রীপুজো পর্যন্ত, সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। প্রথমে হল পুজোর সময় বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠক। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার শীর্ষ আধিকারিকরা। ছিলেন ইসিএসসি-এর প্রতিনিধিও। বিদ্যুৎমন্ত্রীর পরামর্শ, বিদ্যুৎ দফতর থেকে চাহিদা অনুযায়ী সঠিক সংযোগ নিতে হবে উদ্যোক্তাদের।
আরও পড়ুন-১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: স্নেহাশিস চক্রবর্তী
এদিন, সাংবাদিক বৈঠকে অরূপ বলেন, পুজোর সময় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য চালু করা হল কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই খোলা থাকবে। বিদ্যুৎমন্ত্রী বলেন, দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোতে নীরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে চায় রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। সেই কারণে, বুধবার থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে ২৪ ঘণ্টার পুজো কন্ট্রোল রুম। উৎসবের সময়ে বিদ্যুৎ দফতরের কর্মী ও আধিকারিকদের ছুটি থাকছে না।
আরও পড়ুন-উত্তরপ্রদেশে শিশুকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি
এর পরেই বিদ্যুৎমন্ত্রীর পরামর্শ, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নিন পুজো উদ্যোক্তরা। অনেক সময়ই দেখা যায়, প্রয়োজনরে তুলনায় কম ইউনিট নেন তাঁরা। ফলে বিদ্যুতের তার ও যন্ত্রাংশের উপর চাপ পড়ে আগুন লেগে যায়। এলাকায় আঁধার নেমে আসে। এর থেকেযত পরিমাণ দরকার,তত পরিমাণই ইউনিট নেওয়ার পরামর্শ দিয়েছেন অরূপ। একই সঙ্গে ছেঁড়া ও খোলা তার যেন ব্যবহার না করা হয়। মণ্ডপের ভিতর মূল সংযোগ স্থাপনকারী তারগুলি পাইপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।