রঞ্জি খেলার ফল পাচ্ছি : জাদেজা

দেশের ফেরার পর, জাতীয় দলের অনেক তারকার মতো জাদেজাও রঞ্জি ট্রফিতে নেমে পড়েছিলেন নিজের রাজ্য সৌরাষ্ট্রের হয়ে

Must read

কটক, ১০ ফেব্রুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে বল হাতে দুর্দান্ত ছন্দে রবীন্দ্র জাদেজা। দু’ম্যাচে তাঁর শিকার ছয় উইকেট। আর এর জন্য ঘরোয়া ক্রিকেটে খেলাকেই কৃতিত্ব দিচ্ছেন অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার।
অস্ট্রেলিয়া সফরে খুব একটা ভাল বল করতে পারেননি জাদেজা। দেশের ফেরার পর, জাতীয় দলের অনেক তারকার মতো জাদেজাও রঞ্জি ট্রফিতে নেমে পড়েছিলেন নিজের রাজ্য সৌরাষ্ট্রের হয়ে। দিল্লির বিরুদ্ধে ম্যাচে দু’ইনিংস মিলিয়ে ১২ উইকেটও ঝুলিতে পুরেছিলেন। জাদেজার বক্তব্য, ‘‘ঘরোয়া ক্রিকেটে খেলে উপকৃত হয়েছি। রঞ্জিতে বেশ কিছু ওভার বল করেছিলাম। সেটা এই সিরিজে বাড়তি সাহায্য করেছে। প্রায় দু’বছর পর একদিনের ক্রিকেট খেলছি। রঞ্জিতে যে লাইন ও লেংথে বল করেছি, সেটা এই সিরিজেও বজায় রেখেছি। আর তা কাজেও দিচ্ছে।’’

আরও পড়ুন-নজরুলের জয় বাংলা

এদিকে, দীর্ঘদিন পর কটকে রানে ফিরেছেন রোহিত শর্মা। জাদেজা জানাচ্ছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের সেঞ্চুরি গোটা দলের আত্মবিশ্বাস বাড়াবে। তাঁর বক্তব্য, ‘‘কখনও কখনও পরিস্থিতি বদলানোর জন্য একটা ইনিংসই যথেষ্ট হয়। সেটা রোহিত করেছে। সবথেকে বড় কথা, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ও চেনা ফর্মে ফিরেছে। এটা শুধু ওর জন্যই নয়, গোটা দলের জন্য ইতিবাচক দিক। কারণ রোহিত ফর্মে থাকলে, দল লাভবান হবে।’’ জাদেজা আরও বলেছেন, ‘‘রোহিতের ফর্ম নিয়ে ড্রেসিংরুমে কোনও টেনশন ছিল না। ওর ব্যাটিং দেখে কি বোঝা গিয়েছে, শেষ কয়েকটা ম্যাচে রান পায়নি?’’ জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে জাদেজা বলেন, ‘‘এটা পুরোপুরি মেডিক্যাল টিমের ব্যাপার। বুমরাকে ওরাই দেখছে। আশা করি, বুমরা দ্রুত ফিট হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে।’’

Latest article