ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক আজ হবে। দীর্ঘ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই নিয়ে বৈঠক করতে সোমবার দিল্লি গিয়েছে রাজ্যের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজধানীতে গেলেব সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের নেতৃত্বে মোট ৮ সদস্যের এক প্রতিনিধি দল। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ও নীতি আয়োগের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল।
আরও পড়ুন- সরকার গঠনে এগিয়ে তৃণমূল প্রদ্যোতের ‘চাঞ্চল্যকর সমীক্ষা’
জানা গিয়েছে, মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধি দল। যেখানে সেচমন্ত্রী ছাড়াও রাজ্যের তরফে প্রতিনিধি হিসেবে থাকবেন মন্ত্রী মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব ও রাজ্যসভার সাংসদ শুখেন্দু শেখর রায়।
আরও পড়ুন- হারের দায় স্বীকার করতে মেরুদণ্ড লাগে, সৎসাহস নেই বিজেপির! তথাগতর টুইট নিয়ে তরজা
জানা যাচ্ছে বৈঠকের মূল আলোচ্য বিষয় ঘাটাল মাস্টারপ্ল্যান কিন্তু সেখানে সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যান-সহ একাধিক জলাধারের প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যেই কেন্দ্রের কাছে রাজ্যের প্রতিনিধিরা যে দাবি পেশ করবে, তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেচ দফতরের আধিকারিকরা।
প্রসঙ্গত, ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করতে। সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যানের বিষয়টি নিয়েও আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এই মর্মে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, “আমরা কেন্দ্রের থেকে সময় পেয়েছি। মঙ্গলবার আমরা আলোচনায় যাব। আমাদের তরফ যে দাবিপত্র পেশ করা হবে তা ইতিমধ্যেই অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।”