সংবাদদাতা, ঘাটাল : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ। ঘাটালের গোবিন্দপুর, দাসপুর ২ নম্বর ব্লকের কৈজুরি, কুমারচক, রানিচক এবং জোতকানুরামগড় এলাকায় চলছে স্লুইস গেট নির্মাণের কাজ। রাজ্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করার পর গুরুত্ব দিয়েই শুরু হয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ।
আরও পড়ুন-উত্তপ্ত জম্মু ও কাশ্মীর,গুলির লড়াইতে জখম ডিএসপি সহ চার পুলিশকর্মী
প্রথমেই ১৯ কোটি টাকায় সম্পূর্ণ করা হবে উপরোক্ত এলাকাগুলিতে ৫টি স্লুইস গেট পুনর্নির্মাণের কাজ। এই স্লুইস গেটগুলি নির্মাণের ফলে নদীগুলিতে জলের চাপ একদিকে বাড়লে সেই জল বের করে অন্য নদীতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। অপরদিকে এলাকায় জমে থাকা বর্ষার জল চলে আসবে নদীতে। এই ৫টি স্লুইস গেট নির্মাণের ফলে এলাকায় যাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয় তার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা। স্লুইস গেটের পাশেই তৈরি হবে পাম্প হাউস। আর এই কাজের মধ্য দিয়েই শুরু হয়ে গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ। স্লুইস গেট তৈরির এই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হওয়ায় রীতিমতো খুশি ঘাটালবাসীও। সাংসদ দেবের প্রতিশ্রুতি দেওয়া এই কাজের জন্য রাজ্য সরকার বা প্রশাসনের তরফে বাড়তি গুরুত্ব দিয়েই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করাকে এখন সবচেয়ে জরুরি মনে করে কাজে ঝাঁপানো হয়েছে। এরপর দ্রুতগতিতে চলবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার কাজ