ইস্তফা দেওয়া পদে ফেরানো হল ঘাটালের সাংসদ দেবকে

লোকসভা নির্বাচনের আগে ফেব্রুযারির ৩ তারিখ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে চিঠি দিয়ে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দেন দেব।

Must read

সংবাদদাতা, ঘাটাল : লোকসভা নির্বাচনের আগে ফেব্রুযারির ৩ তারিখ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে চিঠি দিয়ে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দেন দেব। পদগুলি ছিল বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতির পদ।

আরও পড়ুন-দুর্গাপুরে ভিড়ে ঠাসা শ্রমিক সমাবেশে কেন্দ্রকে ঋতব্রতর হুঁশিয়ারি, শ্রমিক-বিরোধী কালা আইন মানবে না বাংলা

নির্বাচনের পর ফের ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ফিরে পেলেন ঘাটালের তৃতীয় বারের তৃণমূল সাংসদ দীপক অধিকারি তথা অভিনেতা দেব। পদ ফিরে পাওয়ার পর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স বলেন, নির্বাচন কমিশনের বিধি মেনে কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল ওঁকে। ফের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ায় ওঁকে ধন্যবাদ। সাংসদের পদ ফিরে পাওয়া প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস হুদাইত বলেন, ‘নির্বাচনের আগে পদত্যাগ করে উনি বার্তা দিতে চেয়েছিলেন জনগণ যাতে তাঁর পদে প্রভাবিত না হন। পরবর্তী সময়ে দিদি তাঁর প্রতি আস্থা রেখেছেন। তাঁর কার্যকালে হাসপাতালকে পরিষেবার দিক থেকে সেরা করে তোলেন সাংসদ।

Latest article