দেগঙ্গায় ভুতুড়ে ভোটার

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেগঙ্গা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা পর্যালোচনার জন্য দলের বুথ সভাপতি ও কর্মীদের সঙ্গে বৈঠক করে।

Must read

সংবাদদাতা, দেগঙ্গা : এবার ভুতুড়ে ভোটারের সন্ধান মিলল দেগঙ্গায় (Deganga)। দেগঙ্গা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ বিশ্বাসের বুথেই দুটো ভুতুড়ে ভোটার পাওয়া গিয়েছে বলে অভিযোগ। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেগঙ্গা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা পর্যালোচনার জন্য দলের বুথ সভাপতি ও কর্মীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দলের কর্মীদের ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করে ভুতুড়ে ভোটার শনাক্তকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-কেমিক্যালে অ্যালার্জি, ভেষজ আবিরের চাহিদা তুঙ্গে

সেই বৈঠকেই অরূপ বিশ্বাস দাবি করেন, তাঁর নিজের ১২১ নম্বর বুথে দুটি ভুতুড়ে ভোটার পাওয়া গিয়েছে। এদের নাম সুশান্ত কুণ্ডু এবং আবু বকর সিদ্দিকী। অরূপ বলেন, তাঁর ৩৫ বছরের রাজনৈতিক জীবনে আমি এঁদের কখনও আমার বুথে দেখেনি। এমনকী ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে যে ভোট প্রচার করি তখনও এঁদের দেখিনি। এঁরা ভুয়ো ভোটার। তাঁর দাবি, বিজেপি বুঝে গিয়েছে সঠিক নির্বাচন হলে বাংলায় কোনওদিন তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই চক্রান্ত করে ভুয়ো নাম ভোটার তালিকায় ঢুকিয়েছে।

Latest article