বঙ্গ

পাহাড়ের মুকুটে নয়া পালক, জিআই ট্যাগ পেল ডল্লে খুরসানি লঙ্কা

প্রতিবেদন : পাহাড়ি লঙ্কা ডল্লে খুরসানির ঝাঁঝ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিদেশে। ঝালের দিক থেকে সেরার তকমাও পেয়েছে। এবার রসগোল্লা, জয়নগরের মোয়ার মতো মিষ্টির পাশেও স্থান করে নিল এই ঝাঁঝালো লঙ্কা। কেন্দ্রীয় সরকার এবারে জিওগ্রাফিক ইন্ডিকেশন বা জিআই ট্যাগ দিল ডল্লে খুরসানিকে। দার্জিলিংয়ের চা অনেক আগেই জিআই ট্যাগ পেয়েছে। এখানকার কমলালেবুও বিশ্বপ্রসিদ্ধ। এবার ডল্লে খুরসানিও জিআই ট্যাগ পাওয়ায় দার্জিলিংয়ের নামে নতুন পালক যুক্ত হল। জানা গিয়েছে, কালিম্পং এক নম্বর ব্লকের চাষিদের ফলানো ডল্লে খোরসানি গত ২২ অগাস্টে প্রথম বিদেশে রফতানি করা হয়।

আরও পড়ুন-গবেষণার মানোন্নয়নে বিশ্বভারতী গ্রন্থাগারের নয়া উদ্যোগ

বাগডোগরা থেকে দিল্লি হয়ে ডল্লে পৌঁছয় আরব। এই মস্তিষ্ক বিভ্রাট ঘটানোর মতো ঝাল লঙ্কার স্থানীয় নাম ডল্লে খোারসানি। চলতি কথায় বলে শুধুই ডল্লে। ইংরেজিতে বলে রাউন্ড চিলি। তবে অন্য জায়গার রাউন্ড চিল্লির থেকে এর পার্থক্য আছে ঝালে। একটা গোটা লঙ্কা তো দূর, এক কামড় খাওয়াও অসম্ভব হয়ে পড়ে। এই লঙ্কার জনপ্রিয়তা প্রচুর। তাই কালিম্পঙের পাশাপাশি পাহাড়ের অনকে জায়গাতেই এই লঙ্কার চাষ হয়। কার্সিয়াংয়ের মকাইবাড়ি এলাকায় প্রায় ১০০ পরিবারকে ইতিমধ্যেই ডল্লে খুরসানির চাষে নিযুক্ত করা হয়েছে। ফলন হওয়ার পর তা মকাইবাড়ি ব্র্যান্ড নাম দিয়েও বাজারে ছাড়া হতে পারে বলে ওই চা -বাগানের ম্যানেজার তথা নয়া প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্তা সঞ্জয় দাস জানিয়েছেন। দার্জিলিং, কালিম্পং, তাগদা, বিজনবাড়ি, মংপু, কার্সিয়াংয়ের কিছু এলাকা এবং মিরিকেও ডল্লে খুরসানির চাষ হয়। কৃষিদফতর জানিয়েছে, কৃষকরাই শুধু নন, সাধারণ মানুষও নিজের সংসারের প্রয়োজনে কিছুটা জমিতে অথবা কার্নিশ, ছাদের টবে ডল্লে খুরসানির চাষ করেন। পাহাড়ের যে কোনও হাটে–বাজারে গেলেই এই লঙ্কার দেখা মিলবে। পাহাড়ি বাজারে ৪০০-৪৫০ টাকা কেজি দরে এই লঙ্কা বিক্রি হয়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

36 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

59 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago