ছেলের অন্নপ্রাশনে ৪০০ অতিথিকে চন্দনগাছ উপহার

চন্দনের মতো দামি গাছের চারা একদিকে যেমন গৃহস্থের বাড়তি যত্ন কেড়ে নেয়, তেমনি ভবিষ্যতে আর্থিক সমস্যাও লাঘব করতে পারে।

Must read

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: রাত পোহালেই আষাঢ়ের সূচনা। অথচ ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই। দু’ফোঁটা বর্ষার জন্য ঝাড়গ্রাম-সহ গোটা দক্ষিণবঙ্গ চাতকপাখির মতো অপেক্ষায়। বৃষ্টি ঘিরে আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলছে না। আসলে পশ্চিমের শুকনো হাওয়ার দাপটে কোণঠাসা হয়ে পড়ছে আকাশে ভেসে বেড়ানো জলভরা মেঘ। নির্বিচারে গাছ কাটার কুফল হাড়ে হাড়ে টের পাচ্ছেন আমজনতা। এমন আবহে বৃক্ষরোপণের অভিনব উদ্যোগ নিলেন জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের গোয়ালমারা এলাকার বাসিন্দা দেবদাস কর। পেশায় তিনি মিষ্টান্ন ব্যবসায়ী।

আরও পড়ুন-আসন্ন বর্ষায় দিঘার সমুদ্রে প্রমোদতরীতে সফর চালু করতে চলেছে উন্নয়ন পর্ষদ

শনিবার তাঁর বাড়িতে ছিল ছেলের অন্নপ্রাশন। এই উপলক্ষে আমন্ত্রিতদের হাতে তুলে দিলেন লাল চন্দনগাছের চারা। অন্নপ্রাশনের অনুষ্ঠানে লাল চন্দনের চারা পাল্টা উপহার পেয়ে অভিভূত আমন্ত্রিতরা। জানা যায়, অনুষ্ঠানে প্রায় ৪০০ জন আমন্ত্রিত ছিলেন, তাঁদের সকলের হাতে লাল চন্দন গাছ তুলে দেন দেবদাসবাবু। এই অভিনব উপহার দেওয়ার নেপথ্য কারিগর এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা পরিবেশকর্মী বিশ্বজিৎ পাল। চন্দনের মতো দামি গাছের চারা একদিকে যেমন গৃহস্থের বাড়তি যত্ন কেড়ে নেয়, তেমনি ভবিষ্যতে আর্থিক সমস্যাও লাঘব করতে পারে। পরিবেশ দিবস সপ্তাহে দ্বিতীয় সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে এমনই বার্তা দিলেন দেবদাসবাবুর পরিবার।

Latest article