পন্থের সঙ্গে গিলির মিল আছে : পন্টিং

ঋষভ পন্থের আগ্রাসী ব্যাটিং দেখে সর্বকালের অন্যতম সেরা অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা যেন অবশ্যম্ভাবী হয়ে ওঠে।

Must read

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : ঋষভ পন্থের আগ্রাসী ব্যাটিং দেখে সর্বকালের অন্যতম সেরা অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা যেন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কিংবদন্তি অস্ট্রেলীয় উইকেটকিপার-ব্যাটারের সতীর্থ রিকি পন্টিং আইপিএলের সৌজন্যে ড্রেসিংরুমে অনেকটা সময় কাটানোর সুযোগ পান ঋষভের সঙ্গে। গিলক্রিস্টের সঙ্গে ভারতীয় তরুণের মিল খুঁজে পেয়েছেন পন্টিং। তবে এখনই তুলনায় যেতে চান না আইপিএলে ঋষভের দিল্লি ক্যাপিটালসের হেড কোচ।

আরও পড়ুন-ছোট মাঠ ও হাওয়া মাথাব্যথা মিতালিদের

আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং স্বীকার করেছেন, গিলক্রিস্টের সঙ্গে পন্থের কিছুটা মিল আছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘ওদের দু’জনের খেলার ধরনে বেশ কিছুটা মিল আছে। কিন্তু গিলির সঙ্গে ঋষভের এখনই কোনও তুলনা করতে চাই না। আগে ঋষভ ৫০-৬০টা টেস্ট খেলুক, তারপর না হয় সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটারদের সঙ্গে তুলনা টানা যাবে।’’
ঋষভ ও গিলক্রিস্টের মধ্যে মিল নিয়ে পন্টিং আরও বলেন, ‘‘খেলার ধরনে মিল থাকলেও দু’জনের ব্যক্তিত্বের দিকে যদি তাকাই তাহলে আমি বলব, ঋষভ অনেক বেশি বহির্মুখী, শোরগোল করতে ভালবাসে। সেই তুলনায় গিলি মাঠের বাইরে অনেক বেশি শান্ত এবং অন্তর্মুখী। কিন্তু ব্যাট হাতে মাঠে নামলেই ঋষভের মতো মেজাজ ছিল গিলির।’’

Latest article