প্রতিবেদন : ২০১৯-এর নভেম্বরে শেষবার ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ হয়েছিল। গোলাপি বলে ভারতে প্রথম দিন-রাতের টেস্টের ছ’বছর পর ফের ইডেনে লাল বলের ক্রিকেট। হালকা শীতের হিমেল হাওয়া গায়ে মেখে নভেম্বরের তৃতীয় সপ্তাহে টেস্ট ক্রিকেট উপভোগ করার প্রহর গুনছেন তিলত্তমার ক্রিকেটপ্রেমীরা। টিকিটের চাহিদাও বাড়ছে। শুক্রবার থেকে টেস্টের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ শুভমন গিলের নতুন ভারতের। মঙ্গলবার সকালেই তার মহড়া শুরু করে দেন গিলেরা।
আরও পড়ুন-ভারতের উপর শুল্ক কমাতে রাজি ট্রাম্প
ঐচ্ছিক অনুশীলন থাকায় সবাই এদিন ইডেনে আসেননি। শুভমন-সহ মোট সাতজন অনুশীলন করেন। অধিনায়ক গিল ছাড়াও ছিলেন জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন ও নীতীশকুমার রেড্ডি। বুমরা-জাদেজা-নীতীশ-সুন্দররা ব্যাটিং-বোলিং দু’টিই করেন। তবে নজর ছিল মূলত দু’জনের দিকে। একজন শুভমন এবং অন্যজন সুদর্শন। টেস্টের নেতৃত্ব পেয়েই ইংল্যান্ড সফরটা স্বপ্নের মতো কাটিয়েছেন শুভমন। ব্যাটার হিসেবে ৫ টেস্টে ৭৫৪ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার মতো টেস্টের আর এক শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধেও ধারাবাহিকতা ধরে রাখতে ইডেনে ব্যাটিং সাধনায় ডুবে রইলেন।
প্রতিপক্ষ দলে দু’জন বাঁ-হাতি স্পিনার রয়েছেন। কেশব মহারাজ এবং সেনুরান মুথুস্বামী। সেটা মাথায় রেখেই ইডেনের সেন্টার উইকেটের পাশের পিচে দীর্ঘক্ষণ স্পিনের বিরুদ্ধে মহড়া সারেন শুভমন। জাদেজা ছাড়াও বাঁ-হাতি স্পিনার হিসেবে নেট বোলারদের খেলেন ভারত অধিনায়ক।
ইডেনের বাইশ গজ দেখে স্পষ্ট, স্পিন-সহায়ক উইকেট হচ্ছে। ঘাসের চিহ্নমাত্র নেই। মঙ্গলবার অনুশীলন শুরুর আগে গভীরভাবে পিচ পর্যবেক্ষণ করেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। পরে অনুশীলনের শেষ দিকে ক্যাপ্টেন গিল ঝুঁকে পড়ে হাত দিয়ে পরখ করেন বাইশ গজ। সঙ্গে ছিলেন গম্ভীর, মর্নি মর্কেলরাও। পিচের উপরই একপ্রস্থ ‘মিনি বৈঠক’ সেরে নেন তাঁরা।
শোনা যাচ্ছে, গম্ভীররা নাকি ঘূর্ণি পিচ চেয়েছেন। কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, উইকেটে গতি থাকলেও সাহায্য পাবেন স্পিনাররা। সুজনের কথায়, ভারত যেটা চায় সেটাই পাবে। আমার উইকেটে বোলার-ব্যাটার সবাই সাহায্য পায়। এবারও তাই হবে। ভারত কখনও অতিরিক্ত ঘূর্ণি পিচ চায় না। তাহলে ভারতীয় ব্যাটাররাও সমস্যায় পড়বে। তারা চায় অল্প-অল্প টার্ন। এটা প্রথম দিন থেকেই ইডেনের
পিচে থাকবে।
আরও পড়ুন-এবার কুমারগঞ্জ, SIR আতঙ্কে মৃত্যু বেড়ে ২০
গম্ভীরের ক্লাসে দেখা গিয়েছে সুদর্শনকে। টেস্টে নতুন ভারতীয় দলে তিন নম্বরে ব্যাট করছেন তিনি। কিন্তু এখনও দলকে ভরসা দিতে পারেননি। ইডেন টেস্ট সাইয়ের জন্য অ্যাসিড টেস্ট। অনুশীলনে তাঁর দিকে বাড়তি নজর দিলেন গম্ভীর। সাইকে নিজে থ্রো-ডাউন দিলেন। আবার আলাদা করে কিছু পরামর্শও দিলেন কোচ। তবে টেস্টের টিম-কম্বিনেশন ম্যাচের আগের দিনই চূড়ান্ত করবেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

