দায়িত্ব পেয়েই চমক দেখিয়েছে গিল : যুবি

Must read

দুবাই, ১৪ অগাস্ট : শুভমন গিলকে আরও একবার প্রশংসায় ভরালেন মেন্টর যুবরাজ সিং (yuvraj singh)। প্রাক্তন ভারতীয় তারকা কোনও রাখঢাক না করেই জানিয়েছেন, ইংল্যান্ড সফরে শুভমন যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য।

শুভমনের নেতৃত্বে পিছিয়ে পড়েও সিরিজ ২-২ ড্র করেছে দেশে ফিরেছে ভারত। ব্যাট হাতেও শুভমন ছিলেন দুর্দান্ত সফল। চারটি সেঞ্চুরি-সহ মোট ৭৫৪ রান করেছেন। সিরিজের সেরা ক্রিকেটারের সম্মানও পেয়েছেন। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ (yuvraj singh) বলেছেন, এই সিরিজের আগে বিদেশের মাঠে শুভমনের রেকর্ড নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ছেলেটা প্রথমবার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেই চার-চারটে সেঞ্চুরি করল! এটা অবিশ্বাস্য। কী অসাধারণ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করল শুভমন। আমি ওদের জন্য গর্বিত। সিরিজ ড্র হলেও, আমি একে ভারতের জয় হিসাবেই দেখছি। কারণ এবার একটা তরুণ দল ইংল্যান্ড সফরে গিয়েছিল। যারা কঠিন পরিস্থিতিতে নিজেদের প্রমাণ করেছে।

আরও পড়ুন-সল্টলেকে দুর্ঘটনায় ঝলসে মৃত্যু যুবকের, গ্রেফতার ঘাতক গাড়িচালক

ওভালে আয়োজিত সিরিজের শেষ টেস্টে মহানাটকীয় জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। যুবরাজ অবশ্য সিরিজের সেরা মুহূর্ত হিসাবে বেছেছেন ম্যাঞ্চেস্টার টেস্টের ড্রকে। তাঁর বক্তব্য, ম্যাঞ্চেস্টারের ড্র আমার কাছে সেরা মুহূর্ত। কারণ ওই টেস্টে হারলেই সিরিজ হাতছাড়া হত। আমি কখনও দেখিনি, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করে টেস্ট বাঁচাচ্ছে। ওদের লড়াকু ইনিংসই অনেক কিছু বলে দিচ্ছে। জাদেজা অনেক দিন ধরে খেলছে। তবে ওয়াশিংটনের মতো তরুণ ক্রিকটার সুযোগ যেভাবে কাজে লাগিয়েছে, তা অনবদ্য। যুবরাজের সংযোজন, বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া ইংল্যান্ডে গিয়ে সিরিজ ড্র করা চাট্টিখানি ব্যাপার নয়। এই দলটা কিন্তু সেই কঠিন কাজটাই করে দেখিয়েছে। আমি ওদের জন্য গর্বিত।

Latest article