গিরিশ পার্কের (Girish Park) মদন চ্যাটার্জি লেনের একটি পরিবারে অসাবধানতা বশত ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু হল ১ বছর ১০ মাসের শিশুকন্যার! শোকের ছায়া গোটা এলাকায়। পরিবারের লোকজনের দাবি, বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বাড়িতে খুদের মা-সহ পরিবারের অন্যান্যরা ছিলেন। সেই সময় নিজের মতো খেলা করতে করতে সকলের অলক্ষ্যে ডাইনিং টেবিলে উঠে পড়ে খুদে। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।
আরও পড়ুন-দিনে দুপুরে নীতীশের রাজ্যে কিশোরীকে অপহরণ
পরিবার সূত্রে জানা গেছে মৃত শিশুর নাম প্রাণশী সরফ। বাবা গয়নার ব্যবসায়ী, মা গৃহবধূ। বুধবার সন্ধ্যায় ডাইনিং টেবল থেকে পড়ে যাওয়ায় শব্দ শুনে ছুটে আসেন শিশুটির পরিবারের সদস্যরা। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সদ্য সন্তানহারা মায়ের যেন চোখের জল যেন বাঁধ মানছে না।পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে মৃত্যু নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।