বাংলার মেয়েই দেশের আইডল

ইন্ডিয়ান আইডলে এবারের সিজন যত এগিয়েছে, মানসীর গানে ধরা পড়েছে গভীরতা। তাঁর গানে পাশ্চাত্য ও ক্লাসিক্যাল মিশেল ছিল অসাধারণ।

Must read

প্রতিবেদন : বাংলার মেয়েই দেশের সেরা। প্রথম বাঙালি হিসেবে ইন্ডিয়ান আইডলের শিরোপা ছিনিয়ে নিলেন বাংলার মানসী ঘোষ। ভারতসভায় বাংলা ফের শ্রেষ্ঠ আসন নিল। ইন্ডিয়ান আইডল পেল প্রথম বাঙালি চ্যাম্পিয়নকে। বাংলার মুখ শুধু মানসীই উজ্জ্বল করলেন না, বাংলা পেল জোড়া খেতাব। ইন্ডিয়ান আইডল ১৫ সিজনে চ্যাম্পিয়ন হলেন দমদম পাইকপাড়ার মেয়ে মানসী ঘোষ এবং দ্বিতীয় অর্থাৎ প্রথম রানার আপ হলেন খড়গপুরের শুভজিৎ চক্রবর্তী। তৃতীয় স্থান অর্থাৎ দ্বিতীয় রানার আপ স্নেহা শঙ্কর।

আরও পড়ুন-বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ করে বাংলা জুড়ে শান্তি ও সৌহার্দের রামনবমী

এবারের ইন্ডিয়ান আইডলের সেরা ছয় প্রতিযোগীর মধ্যে তিনজনই বাংলার, যা নিঃসন্দেহে বাঙালির কাছে গর্বের। ইন্ডিয়ান আইডলে এবারের সিজন যত এগিয়েছে, মানসীর গানে ধরা পড়েছে গভীরতা। তাঁর গানে পাশ্চাত্য ও ক্লাসিক্যাল মিশেল ছিল অসাধারণ। তাতেই মোহিত হয়েছেন শ্রোতারা। তাঁকে বেছে নিয়েছেন সেরা শিল্পী হিসেবে। ফার্স্ট রানার আপ শুভজিৎও কম যান না। তিনি লোকগীতিতে মন জয় করে নিয়েছেন। বাংলা ও হিন্দি গানের সঙ্গে লোকগীতির অসাধারণ সংমিশ্রণ ধরা পড়েছে তাঁর গানে। অল্পের জন্য শিরোপা হাত ছাড়া হলেও তিনি অনন্য জায়গা তৈরি করে নিয়েছেন বিচারকদের মনে। আর শ্রেষ্ঠত্ব অর্জন করে মানসী এবার ললিতের সুরে সিনেমায় গান গাইতে চলেছেন। সোনির সঙ্গে তাঁর একবছরের চুক্তি। লন্ডন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকায় শো করতে যাবেন শীঘ্রই। সবই চূড়ান্ত। আবার নিজের সুর দেওয়া বাংলা গানের অ্যালবামও বের হবে তাঁর। তাঁর ভাই কিছুদিন আগে আত্মহত্যা করেছে। এই পরিস্থিতিতে মানসীর সাফল্যে পরিবারে ফের খুশির আমেজ ফিরে এসেছে এদিন। প্রথম বাঙালি এবং প্রথম বাংলার মেয়ে হিসেবে ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন হলেন বাড়ির মেয়ে।
এর আগে সুপার সিঙ্গার সিজন ৩-এ অংশ নিয়েছিলেন মানসী। কলেজে পড়াকালীনই গানের এই রিয়েলিটি শো-তে অংশ নেন এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন মানসী। এবার ইন্ডিয়ান আইডল-১৫-তে তাঁর স্বপ্নপূরণ হল। আর রানার আপ খড়গপুরের ছেলে শুভজিৎ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। বাবা গান করেন, তাঁর কাছেই প্রাথমিকভাবে গানের তালিম নেন শুভজিৎ। শুভজিৎ নিজে যেমন মাটির মানুষ, তেমনই তাঁর গানেও রয়েছে বাংলার মাটির গন্ধ। অনায়াসে তিনি যে কোনও মেঠো সুরকে মিলিয়ে দিতে পারেন, বলিউডি গানের সঙ্গে। এটাই তাঁর গানের জাদু। তিনি এ জন্যই ‘মোস্ট ভার্সাটাইল’-এর খেতাব অর্জন করে নেন বিচারক শ্রেয়া ঘোষালের থেকে।

Latest article