সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় দশম শ্রেণির ছাত্রী। ২০ দিন ধরে তার খোঁজ না পেয়ে সরাসরি সাংসদ দেবের (ghatal-Dev) শরণাপন্ন হলেন নিখোঁজ নাবালিকার বাবা-মা। খড়ারের বাসিন্দা ওই দম্পতি এদিন বীরসিংহ এলাকায় সাংসদ দেব পৌঁছনোর পর তাঁর সঙ্গে দেখা করতে যান। দেবকে কাছে পেয়েই পা জড়িয়ে কাঁদতে শুরু করেন নিখোঁজ নাবালিকার মা। তিনি বলেন, গত ১১ জুলাই থেকে আমাদের মেয়ে নিখোঁজ। ও খুব ভাল মেয়ে। ওকে দয়া করে খুঁজে দিন, আমরা চিরঋণী থাকব। ওই দম্পতিকে ফের সন্ধ্যায় যোগাযোগ করতে বলে দেন সাংসদ। তাঁদের একটি ফোন নম্বরও সাংসদ দেন বলে জানান ওই দম্পতি। তাঁরা এও জানান, গত ১১ জুলাই বিকেলে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তাঁদের মেয়ে। এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তার সঙ্গেই সে পালিয়ে যায় বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই ঘাটাল থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তাঁরা। একবার দক্ষিণেশ্বর গিয়ে ঘুরেও এসেছেন। তাও খোঁজ মেলেনি। এবার তাই দেবের শরণাপন্ন হলেন তাঁরা। ঘাটাল (ghatal-Dev) কলেজে বৈঠক শেষে বুধবার বিকেল ৪টে নাগাদ বীরসিংহ গ্রামে পৌঁছে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন দেব। এরপর সেখানে বৃক্ষরোপণও করেন। এর পর ত্রাণ বিলি করতে যাওয়ার পথেই খড়ার গ্রামের ওই মহিলা এসে তাঁর মেয়েকে ফিরে পাওয়ার জন্য সাংসদকে কাতর অনুনয় জানান। দেব আশ্বাস দিয়েছেন, খুব দ্রুত প্রশাসনের সহযোগিতায় তাঁর মেয়েকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেবেন। সাংসদের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন নিখোঁজ মেয়ের মা-বাবা।
আরও পড়ুন-অভিষেকদের টিপস দিয়ে গেলেন স্নেহাশিস
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…