জঙ্গলমহল-কন্যার পদক জয়

ভবিষ্যতে সে হাজারও জঙ্গলমহল কন্যার অনুপ্রেরণা হয়ে উঠবে। চলতি মাসের প্রথম সপ্তাহে কেরলের কালিকট শহরে হয়েছিল প্রতিযোগিতা।

Must read

সংবাদদাতা, খাতড়া : ২১তম জাতীয় জুনিয়র উশু প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করে ঘরে ফিরল বাঁকুড়ার জঙ্গলমহল-কন্যা প্রিয়াঞ্জনা বাউড়ি। জঙ্গলমহলের মেয়ের জাতীয়স্তরে খ্যাতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ভবিষ্যতে সে হাজারও জঙ্গলমহল কন্যার অনুপ্রেরণা হয়ে উঠবে। চলতি মাসের প্রথম সপ্তাহে কেরলের কালিকট শহরে হয়েছিল প্রতিযোগিতা। তাতে দুটি ব্রোঞ্জ পদক জয় করেছিল বাংলা দল। তার একটি পদক নিয়ে সসম্মান বাঁকুড়ার মাটিতে পা রাখল প্রিয়াঞ্জনা।

আরও পড়ুন-কারিগরি শিক্ষায় অভাবনীয় সাফল্য

বাঁকুড়ার খাতড়া ব্লকের গোড়াবাড়ি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী প্রিয়াঞ্জনা। বাবা বিল্বরঞ্জন বাউড়ি পেশায় হাইস্কুলের করণিক, মা গৃহবধূ। এক ভাই ও এক বোন। এটাই প্রিয়াঞ্জনার প্রথম বড় মাপের প্রতিযোগিতা নয়, এর আগে সে বেঙ্গল অলিম্পিকে সোনার পদক জয় করেছিল। প্রিয়াঞ্জনা জানাল, এই সাফল্য পরিবার, কোচ ও স্কুলের শিক্ষকদের উৎসর্গ করতে চায়। বাবা বিল্বরঞ্জন জানান, মেয়ের সাফল্যে তাঁরা খুব খুশি। চান মেয়ে আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করুক।

Latest article