গ্লোবাল টাইমস, সিনহুয়া, টিআরটির এক্স হ্যান্ডেল ব্লক করা হল ভারতে

কেন্দ্রীয় সরকারি সূত্র এই সিদ্ধান্তের কোনও বিস্তারিত ব্যাখ্যা না দিলেও, কূটনৈতিক উত্তেজনা এবং মিথ্যা তথ্য প্রচারকে কেন্দ্র করেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Must read

প্রতিবেদন: ভারতে চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস, বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এবং তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেল ব্লক করে দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা এক্স প্ল্যাটফর্মে এই অ্যাকাউন্টগুলিতে প্রবেশ করতে গেলে দেখতে পাচ্ছেন যে আইনগত অনুরোধের ভিত্তিতে এগুলি ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি সূত্র এই সিদ্ধান্তের কোনও বিস্তারিত ব্যাখ্যা না দিলেও, কূটনৈতিক উত্তেজনা এবং মিথ্যা তথ্য প্রচারকে কেন্দ্র করেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এর আগেই বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস গ্লোবাল টাইমস-এর বিরুদ্ধে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তোলে। এক্সে প্রকাশিত একটি পোস্টে ভারতীয় দূতাবাস গ্লোবাল টাইমসকে অনুরোধ করে যে তারা যেন এই ধরনের তথ্য প্রচারের আগে যথাযথ যাচাই করে এবং উৎসের সত্যতা নিশ্চিত করে। এই মন্তব্য সম্ভবত সেই সময়ের প্রতিক্রিয়ায় আসে যখন একাধিক অনির্ভরযোগ্য রিপোর্ট দাবি করে যে পাকিস্তানের বাহাওয়ালপুর এলাকায় একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন-বস্তির স্কুল থেকে দেশের প্রধান বিচারপতি, শপথ নিলেন গাভাই

ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যে অরুণাচল প্রদেশ সংক্রান্ত চিনের দাবি স্পষ্টভাবে খারিজ করে দিয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গার নাম বদলে দেওয়ার চেষ্টারও কঠোর বিরোধিতা করেছে। এই পটভূমিতে চিনা সংবাদমাধ্যমগুলির ভূমিকা নিয়ে ভারতের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তুরস্কের ক্ষেত্রেও পরিস্থিতি অনুরূপ। পাকিস্তানকে সমর্থন করার অভিযোগে টিআরটি ওয়ার্ল্ড-এর একাধিক প্রতিবেদন নিয়ে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। একটি সাক্ষাৎকারে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দার দাবি করেন যে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেই সাক্ষাৎকার সম্প্রচার করে টিআরটি ওয়ার্ল্ডও বিতর্কে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন-জয়েশের এক অঙ্গে নতুন জীবন পেলেন চার মুমুর্ষু

এই সব ঘটনার মাঝে গত ৮ মে এক্স প্ল্যাটফর্ম একটি বার্তায় জানায় যে তারা ভারত সরকারের কাছ থেকে ৮,০০০-র বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ পেয়েছে। পরবর্তীতে এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স হ্যান্ডেলও সাময়িকভাবে ব্লক করা হয়, যদিও কিছুক্ষণের মধ্যে সেটি ফের সক্রিয় হয় এবং মূল পোস্টটি মুছে ফেলা হয়। ৯ মে, সরকারি নির্দেশের পর কিছু ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতীয় ওয়েবপোর্টাল দ্য ওয়্যার-এর ওয়েবসাইটে প্রবেশ নিষিদ্ধ করে দেয়, যদিও ২৪ ঘণ্টার মধ্যে সেটিও পুনরুদ্ধার করা হয়।

Latest article