সংবাদদাতা, বর্ধমান : ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই একাকী হয়ে যাচ্ছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সেই প্রশ্নই উসকে উঠল। এদিনও দিলীপ আগাম ঘোষণা করে প্রাতর্ভ্রমণে বের হন বর্ধমানের বাজেপ্রতাপপুর বাজারে। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার জন্য ছিল না কোনও ছোট-বড় নেতাই। অগত্যা দিলীপ বাজারে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাটোয়া রোড ধরে এগিয়ে যান হটুদেওয়ান এলাকায়।
আরও পড়ুন-মরশুমের প্রথম কালবৈশাখীর বলি ১২, পাশে মুখ্যমন্ত্রী
এরপর একাই ফিরে আসেন বাজারে। গাড়ি থেকে নেমে উড়ালপুলের তলা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যান বর্ধমান স্টেশনের ৮ নং প্ল্যাটফর্মে। সঙ্গী শুধু তিন রক্ষী। দিলীপ যখন একা ৮ নং প্ল্যাটফর্ম এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সেই সময় তাঁর উদ্দেশে তৃণমূলের টোটো ইউনিয়নের সদস্যরা গো ব্যাক ধ্বনি দিলেন। কেউ বললেন, জয় বাংলা, কারও মন্তব্য, গরুর দুধে সোনা খুঁজছে দিলীপ পাগল। সাতসকালেই এসব হজম করতে হল দিলীপকে। শুধু বললেন, ৪ তারিখের পর সব আওয়াজ ঠান্ডা হয়ে যাবে।