প্রতিবেদন : প্রবল আর্থিক সঙ্কটে পড়ে দেশের আরও এক অসামরিক উড়ান সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করল। মঙ্গলবার গো ফার্স্ট (GoFirst bankruptcy) বিমান সংস্থার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের কাছে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করেছে। উড়ান সংস্থাটি জানিয়েছে, চরম আর্থিক সঙ্কটে রয়েছে তারা। তাই আর্থিক দায়িত্বভার পূরণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। স্টেকহোল্ডারদের কথা ভেবেই তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক সঙ্কটের কারণেই আপাতত সংস্থার উড়ান পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবারই জানানো হয়, ৫ মে পর্যন্ত গো ফার্স্টের সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে উড়ান চালু করা হবে কি না, সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। এদিকে, এই তিনদিনের মধ্যে যে সমস্ত যাত্রীদের গো ফার্স্টের (GoFirst bankruptcy) টিকিট কাটা ছিল, তাদের অন্য বিমানে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে কি না বা টিকিটের মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে বুধবার স্পাইসজেট ঘোষণা করছে, সংস্থার বসে থাকা ২৫টি উড়ানকে আবার পরিষেবায় ফিরিয়ে আনতে কেন্দ্রের জরুরি তহবিল ব্যবহার করবে তারা।