মোলিনার অস্ত্র আগ্রাসন, গোয়ায় আজ রেকর্ডের সামনে মোহনবাগান

Must read

প্রতিবেদন : ঘরে হোক বা বাইরে, চলতি আইএসএলে মোহনবাগানের (Mohun Bagan) জয়রথ ছুটছে। প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে হার ছাড়া এবার বাইরের মাঠে আর কোনও ম্যাচে পুরো পয়েন্ট হারায়নি মোহনবাগান। টানা আট ম্যাচ অপরাজিত সবুজ-মেরুন ব্রিগেড শুক্রবার গোয়ার মাঠে খেলতে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর। চোটের কারণে এই ম্যাচেও গ্রেগ স্টুয়ার্টকে পাবে না মোহনবাগান। তবে জয়ের ছন্দ, টিমে একাধিক বিকল্প এবং শেষ ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ জেতায় ফুটবলারদের মনোবল তুঙ্গে।
শুক্রবার গোয়াকে হারালে টানা পাঁচটি ম্যাচ জিতবে মোহনবাগান (Mohun Bagan)। এর আগে দু’বার এই কীর্তি গড়েছে সবুজ-মেরুন। নিজেদের রেকর্ড স্পর্শ করার লক্ষ্য নিয়ে না ভেবে কোচ মোলিনা বললেন, ‘‘টানা দু’বার লিগ-শিল্ড জেতার লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করছি। এখন শুধু গোয়া ম্যাচ জেতার দিকেই নজর দিচ্ছি। গোয়ার বিরুদ্ধে একটা উত্তেজক ম্যাচের অপেক্ষায় রয়েছি।’’
প্রতিপক্ষ দলে সবুজ-মেরুনের প্রাক্তনী আর্মান্দো সাদিকুর মতো স্ট্রাইকার রয়েছেন। আইএসএলে ৮ গোল এবং ২টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে এই বিদেশি স্ট্রইকার। সাদিকুকে আটকানোর পরীক্ষা টম অলড্রেড, শুভাশিস বোসদের।

আরও পড়ুন- ডলারের চেয়ে রেকর্ড পতন টাকার, লাগাতার অবমূল্যায়নে উদ্বেগ

চোটের কারণে এই ম্যাচেও গ্রেগ স্টুয়ার্ট নেই। তবে তাঁর বিকল্প রয়েছে। একটাই চিন্তা কেরলের বিরুদ্ধে ক্লিনশিট রাখতে পারেনি দল। কোচ জোসে মোলিনা চান, আগের মতো ফের গোল অক্ষত রেখেই গোয়া দ্বৈরথ থেকে তিন পয়েন্ট ঘরে তুলতে। মোলিনা বলছেন, ‘‘আমাদের দলে ২৫ জন রয়েছে। সবাই পরিশ্রম করছে। অনেকেই পরিবর্ত হিসেবে নেমে ম্যাচের রং বদলে দিতে পারে। এই কারণেই আমরা শক্তিশালী দল। আমরা খারাপ খেলে জিততে চাই না। আগ্রাসী ফুটবলে ভাল খেলেই জিততে চাই।’’
গোয়া যাওয়ার আগে কলকাতাতেই রক্ষণ মেরামতের কাজ সেরে গিয়েছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। প্রথম একাদশে খুব বেশি বদল হয়তো করবেন না মোলিনা। মাঝমাঠে সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপার মধ্যে কে শুরু করবেন, তা ম্যাচের দিন ঠিক করবেন কোচ। কেরলের বিরুদ্ধে আশিক কুরুনিয়ন নামার পরই খেলা ঘুরে যায়। প্রথম একাদশে আশিককে দেখা যেতে পারে। আক্রমণে জেমি ম্যাকলারেন নাকি জেসন কামিন্স, সেটা নিয়েও সিদ্ধান্ত নেবেন মোহনবাগান কোচ। সাদিকু ছাড়াও বাগানের আর এক প্রাক্তনী সন্দেশ ঝিঙ্গানও থাকবেন গোয়ার রক্ষণে। সন্দেশ বনাম ম্যাকলারেন দ্বৈরথের দিকেও নজর থাকবে। পুরনো দলের বিরুদ্ধে নিজের শহরে খেলবেন লিস্টন। তিনি বলেন, ‘‘গোয়া আমার শহর। এখানে ফিরতে পেরে ভাল লাগে। ম্যাচ এবং এখানে সময়টা উপভোগ করতে চাই।’’

Latest article