প্রতিবেদন : বাংলার মতো গোয়াতেও পরিবর্তন চাইছেন স্থানীয় ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ সকলেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার অপেক্ষায় গোয়া।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানাচ্ছে গোয়া। গোয়াবাসী চাইছেন পরিবর্তন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী মহল বলছে দিদি আসলে আখেরে ভালই হবে। গোয়ার মতো জায়গায় অনেক অনেক কিছুই করা যায় সেই তুলনায় কিছুই হয়নি।
আরও পড়ুন : জন্মদিনে সিস্টার নিবেদিতাকে স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
গোয়ায় এসে পান্জীম ছাড়িয়ে দোনাপাওলায় উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দোনাপাওলার বাসীন্দারা অত্যন্ত খুশি। স্থানীয় বাসিন্দারা চান বাংলার মুখ্যমন্ত্রী দিদি তাঁদের জন্য কিছু করুন।
পর্যটন গোয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। গোটা পৃথিবীর পর্যটকরা এখানে আসেন। স্থানীয় কাজুর বড় ব্যবসায়ী ভার্গব পান্ডীয়া জানালেন, আমরা এতদিন বিজেপিকে তো দেখলাম এবার দিদি আসলেই তো ক্ষতি নেই। দিদি এলে পরিবর্তন হবেই। আপনাদের বাংলায় তো হয়েছে। দিদি এসে কি বলেন আমরা সেদিকে তাকিয়ে আছি।