গোটা বাংলায় (West Bengal) এবার গোবিন্দভোগ (Gobindabhog) ধানের চাষের জমি বাড়ানো নিয়ে পরিকল্পনা শুরু করল কৃষি দফতর। সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে গোবিন্দভোগ চাষের প্রতি আগ্রহ নেই অনেক কৃষকদের। গোবিন্দভোগ ধান তাই পাওয়া যাচ্ছে না। নতুন করে কৃষকদের মধ্যে এই চাষের উৎসাহ জাগাতে এবার এই গোবিন্দভোগ ধান চাষের এলাকা বাড়াতে চাইছে কৃষি দফতর। আগে মালদা সহ বেশ কয়েকটি জায়গায় এই গোবিন্দভোগ ধানের চাষ করা হত। কিন্তু ক্রমশ উচ্চফলনশীল ধান চাষের প্রতি আগ্রহ বাড়তে থাকে কৃষকদের।
আরও পড়ুন-পরিবার থেকে সরকার, উত্তমকুমার উপেক্ষার শিকার
গোবিন্দভোগ ধান চাষ করে কৃষকদের লাভের পরিমান থাকতো ভালই। তাই সেই চাষ করতে এবার মালদার কৃষকদের গোবিন্দভোগ ধানের বীজ বিতরণের করা হবে। শুধু তাই নয়, আধুনিক পদ্ধতিতে এই ধান চাষ করার বিষয়ে চাষিদের পরামর্শ দিচ্ছেন কৃষি দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই মালদার চাঁচল ও হরিশ্চন্দ্রপুর মহকুমার প্রায় ১০০ হেক্টর জমিতে গোবিন্দভোগ ধানের চাষ করানোর পরিকল্পনা চলছে। অন্যান্য চালের তুলনায় গোবিন্দভোগ চালের দাম অনেকটাই বেশি। পরিকল্পনার অভাবে সুগন্ধি এই চালের চাষের ক্ষেত্রে কৃষকদের আগ্রহ কমছে। বিভিন্ন অভিনব পন্থায় এবার নতুন করে সেই চাল বাংলায় অধিক মাত্রায় চাষ করতে বিশেষ উদ্যোগ নিল কৃষি দফতর।
আরও পড়ুন-দিনের কবিতা
প্রসঙ্গত, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সময়ে প্রচুর চাষ হত এই ধান। ফলন কম তাই কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। এই ধান চাষ করতে প্রয়োজন প্রচুর পরিশ্রম তাই চাষিরা কম পরিশ্রমের বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের চাষ শুরু করেছে। তাতে অনেকটাই লাভবান হচ্ছেন কৃষকেরা। যদিও বাজারে এই ধানের প্রচুর চাহিদা।