সংবাদদাতা, হুগলি : বুধবার দুপুর থেকেই বৈদ্যবাটির গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়ে যায় এ বছরের দুর্গা প্রতিমা নিরঞ্জন (Immersion- Hooghly)। জেলার বিভিন্ন গঙ্গার ঘাটের ছিল একই চিত্র। বৈদ্যবাটি পুরসভার পাঁচ গঙ্গার ঘাটে নিরঞ্জন প্রক্রিয়া চলে রাত পর্যন্ত। এবার পুরসভা গঙ্গার ঘাটগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেয়। এ জন্য সুন্দরবন থেকে বেশ কিছু দক্ষ ব্যক্তিকে নিয়ে আসা হয়। যাঁরা গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করায় পারদর্শী। এছাড়াও বড় বড় প্রতিমা নিরঞ্জনের (Immersion- Hooghly) জন্য ছিল ক্রেন। বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো নিজেই পুরসভার ঘাটগুলিতে নিরঞ্জনের তদারকি করেন। বুধবার দুপুর থেকে চলা নিরঞ্জন প্রক্রিয়া প্রসঙ্গে পুরসভাকে সাধুবাদ জানান শহর বিজেপির কর্মকর্তা অলোক চন্দ্র। পুরসভার অন্তর্গত মহিলা দুর্গাপূজা কমিটির সভাপতি ও সহ সভাপতিরাও পুরসভার ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন-পুলিশের হাত ধরে প্রতিমা দর্শন