নেতাজি সংঘে ভদ্রকালী রূপে পূজিতা হন দেবী

দেবী দুর্গার সঙ্গে সাযুজ্য রেখেই কালী প্রতিমা তৈরি হয় হাওড়ার চারাবাগান নেতাজি সংঘে। এখানে দেবী পূজিতা হন ভদ্রকালী রূপে।

Must read

সংবাদদাতা, হাওড়া : দেবী দুর্গার সঙ্গে সাযুজ্য রেখেই কালী প্রতিমা তৈরি হয় হাওড়ার চারাবাগান নেতাজি সংঘে। এখানে দেবী পূজিতা হন ভদ্রকালী রূপে। হাওড়ার অন্যতম বড় কালীপুজো হিসেবে পরিচিত নেতাজি সংঘের এই পুজো এবার ৫৫ বছরে পদার্পণ করল। এই পুজোর বিশেষত্ব হল বস্ত্র পরিহিতা দেবী প্রতিমা। এমনকী প্রতিমার গায়ের রঙেও থাকে বিশেষত্ব। দেবী দুর্গার মতোই এখানকার প্রতিমার গায়ের রং রাখা হয়। দীর্ঘদিন ধরেই কুমোরটুলির প্রতিমা শিল্পী রাখাল পাল এখানকার প্রতিমা তৈরি করেন।

আরও পড়ুন-বিমূর্ত শিল্প থেকে কাঁচের মণ্ডপ, থিমের দৌড় বারাসতে

এই পুজো কমিটির প্রধান উপদেষ্টা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। ফি বছরই এই পুজোয় ভিড় উপচে পড়ে। এবারও তার অন্যথা হবে না বলে উদ্যোক্তাদের আশা। নেতাজি সংঘের সম্পাদক পিন্টু মণ্ডল জানিয়েছেন, আমরা শুধু জাঁকজমক করে পুজোই করি না, সারা বছর বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজও আমরা করে থাকি। এবছর ২৯ অক্টোবর পুজো উদ্বোধনের দিন এলাকার ৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে স্কুলের বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হবে। এছাড়াও পুজো প্রাঙ্গণে সমাজ সচেতনতামূলক প্রচার করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া রাজ্যের জনমুখী প্রকল্পগুলির কথাও মণ্ডপ চত্বরে তুলে ধরা হবে। এই পুজোর আরও একটা আকর্ষণ হল অন্নকূট মহোৎসব, যা আগামী ৯ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। ওইদিন প্রায় ৪০০০ মানুষ মায়ের অন্নভোগ গ্রহণ করবেন।

Latest article