”দেবতার বিশ্রাম নেই” বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা সুপ্রিম কোর্টের

বৃন্দাবনের বিশ্ববিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের দর্শন ও অন্যান্য সময়সূচি পরিবর্তন নিয়ে মামলার শুনানিতে এদিন কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট।

Must read

বাঁকে বিহারী মন্দিরে সময়সূচি নিয়ে রাজ্য প্রশাসনকে এক হাত নিল শীর্ষ আদালত! সোমবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে দর্শনের সময় এবং অন্যান্য ধর্মীয় রীতিনীতি পরিবর্তনের বিষয়ে একটি আবেদনের পর নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ঐতিহাসিকভাবে মন্দিরের পুরোহিতরা যে গোস্বামী সম্প্রদায়ের সদস্য, তাদের দায়ের করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানিয়েছে দুপুরে মন্দির বন্ধ করার পর… তারা দেবতাকে এক মিনিটের জন্যও বিশ্রাম নিতে দেয় না… তারা এই সময়ে সবচেয়ে বেশি সুযোগের সদ্ব্যবহার করে।”

আরও পড়ুন-পুলিশের ধাওয়া! পার্টির পর পালাতে গিয়ে ড্রেন পাইপ থেকে পড়ে আশঙ্কাজনক তরুণী

বৃন্দাবনের বিশ্ববিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের দর্শন ও অন্যান্য সময়সূচি পরিবর্তন নিয়ে মামলার শুনানিতে এদিন কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের এই পর্যবেক্ষণ নিয়ে ভক্তমহলে বেশ চর্চা শুরু হয়েছে। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসিকাণ্ডের পিছনে যে ‘VIP কালচার’কে দায়ী করা হচ্ছে, সেই একই পদ্ধতি বাঁকে বিহারী মন্দিরেও চলছে বলে এদিন অভিযোগ করা হয়। গোস্বামী সম্প্রদায়ের অভিযোগ ‘VIP কালচার’-এর ফলে মন্দিরের সময়সূচি পরিবর্তন করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। এই সম্প্রদায়ের থেকে বংশপরম্পরায় এই মন্দিরের পূজারি নির্ধারণ করা হয়। এবার সেই গোস্বামীরা সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেছে । তাঁরা জানান ঋতু বদল মেনে মন্দিরের সময়সূচি বদলানো হয়। দুপুরে কিছু সময় মন্দির বন্ধ রাখা হয় ভগবানের বিশ্রাম বা ঘুমনোর জন্য কিন্তু প্রশাসন সেই কথা মানতে নারাজ। দুপুরে ভগবানের বিশ্রামের সময় বিশেষ দর্শনের জন্য ঠিক করা হয়েছে। এই সময়ে সাধারণ মানুষ মন্দিরে ঢুকতে পারেন না। এমনকি মোটা টাকার বিনিময়ে এই বিশেষ দর্শনের সুযোগ পাওয়া যায়। তাই ভগবানের বিশ্রামের নিয়ম ব্যাহত হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-পাঁচ সন্তানের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা যুবকের! মৃত তিন কন্যা

প্রশাসনের সিদ্ধান্তকে নিশানা করেই এদিন প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, ‘আপনারা ভগবানকে বিশ্রাম নিতে দেন না…যখন মন্দির সাধারণের জন্য বন্ধ থাকে, তখন আপনারা মোটা অঙ্কের টাকা নিয়ে পুজো করার সুযোগ করে দেন।’’ উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসন, জেলা আধিকারিক এবং মন্দির পরিচালন কমিটিকে এরপরেই সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই হাই-প্রোফাইল মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।

Latest article