ডিম-দুধ-মাংস উৎপাদনে বাংলাই সেরা! কেন্দ্রের স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী

Must read

ডিম-দুধ-মাংস উৎপাদনে এবার উত্তরপ্রদেশকে টেক্কা দিল বাংলা। প্রাণীজ প্রোটিন (Animal Protein) উৎপাদনে এগিয়ে পশ্চিমবঙ্গ, এমনটাই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রাণীজ প্রোটিন (Animal Protein) উৎপাদনে দেশের মধ্যে শীর্ষ স্থানে পশ্চিমবঙ্গ। বাংলা উত্তরপ্রদেশকে পিছনে ফেলে দিয়েছে। কেন্দ্রীয় সরকার এই তথ্য দিয়ে বাংলার প্রশংসাও করেছে। ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ মাংস উৎপাদন হয়েছে বাংলায়। গোটা দেশের ১২.৬২ শতাংশ।”

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জুড়ে এখন ‘দিদিকে চাই’

তাঁর আর সংযোজন, “দেশে দুগ্ধ উৎপাদনেও এগিয়ে বাংলা। দুধ উৎপাদনের গড় ৩.৭৮ শতাংশ। সেখানে বাংলায় উৎপাদন হয়েছে ৯.৭৬ শতাংশ দুধ। পোলট্রি বিভাগেও বাংলায় ডিম উৎপাদনের হার ১৮.০৭ শতাংশ। গোটা দেশের গড় হার ৩.১৮ শতাংশ। সবমিলিয়ে প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে রেকর্ড গড়ল বাংলা।”

তিনি জানিয়েছে, “এই সাফল্য আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। এই সাফল্য আমাদের কৃষক ও উৎপাদনকারীদের শক্তির ইঙ্গিত দিচ্ছে৷”

Latest article