টোকিওর পদক ভুলেই প্যারিসে নামছি : নীরজ

১৪০ কোটির ভারতবর্ষ যে এবারও তাঁকে ঘিরে জ্যাভলিনে সোনার পদক জয়ের স্বপ্ন দেখছেন, সেটা ভাল করেই জানেন নীরজ চোপড়া।

Must read

নয়াদিল্লি, ১৯ জুলাই : ১৪০ কোটির ভারতবর্ষ যে এবারও তাঁকে ঘিরে জ্যাভলিনে সোনার পদক জয়ের স্বপ্ন দেখছেন, সেটা ভাল করেই জানেন নীরজ চোপড়া। অনন্ত এই চাপ কাটানোর পথ তাই নিজেই খুঁজে নিয়েছেন তিনি। নীরজ জানিয়েছেন, গতবারের চ্যাম্পিয়ন তকমা ভুলে প্যারিসে নামবেন তিনি। মনে করবেন যে এবার প্রথম অলিম্পিকে খেলছেন। তাহলে আর অতিরিক্ত চাপ আসবে না।
সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নীরজ বলেছেন, “অলিম্পিকের জন্য প্রস্তুত। লক্ষ্য সোনার পদক ধরে রাখা। প্রত্যাশার চাপ রয়েছে জানি। কিন্তু আমিও মাথায় রাখব না যে টোকিওতে পদক জিতেছিলাম। মনে করব প্রথমবার নামছি। যাতে বাড়তি চাপ কমে। এখন থেকে নিজেকে এটাই বোঝাচ্ছি। সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।”

আরও পড়ুন-সরবে নিম্নচাপ, ২১- এ ভারী বৃষ্টি নয় দক্ষিণে

নীরজ আরও বলেন, “মুখে বললেও চাপ সরাতে পারব না হয়তো। কারণ অলিম্পিকের একদম শেষ দিনে রয়েছে জ্যাভলিন প্রতিযোগিতা। শেষদিনে আমার পারফরম্যান্সের উপর সবার নজর থাকাটাই স্বাভাবিক। কোভিডের জন্য টোকিওতে বেশি ভারতীয় দর্শকরা ছিলেন না। আশা করব, এবার অনেকে থাকবেন। পোডিয়ামে তাঁদের সামনেই পদক জিততে চাই।”

Latest article