প্লে অফে যাচ্ছি, হুঙ্কার পন্ডিতের

কিন্তু আওয়াজটা ইগনোর করা কঠিন নয়। যে পারবে, সেই এগিয়ে যাবে। শুধু শর্ত হল, নিজের খেলায় মন দিতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে।

Must read

প্রতিবেদন : ধোনি ম্যাচ নিয়ে চন্দ্রকান্ত পন্ডিতের উপলব্ধি বেশ অন্যরকম। তিনি বলছেন, এরকম ম্যাচে গ্যালারিতে খুব আওয়াজ হয়। কিন্তু আওয়াজটা ইগনোর করা কঠিন নয়। যে পারবে, সেই এগিয়ে যাবে। শুধু শর্ত হল, নিজের খেলায় মন দিতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে।
রাজস্থান ম্যাচ জিতেও নাইটরা কিন্তু চাপেই। সামনের সব ম্যাচ নক আউট। হারলেই খাদের নিচে। তবে সাংবাদিকদের সামনে এসে কেকেআর কোচ বলছিলেন, আমার ছেলেরা নিজেদের ক্ষমতা জানে। সবাই বুঝেছে অতঃপর কী করতে হবে। পরপর দুটো ম্যাচ জিতে মোমেন্টাম পেয়েছি। আত্মবিশ্বাসও আছে দলের মধ্যে। এখন মাঠে নেমে খেলতে পারলেই হল।

আরও পড়ুন-চূড়ান্ত গাফিলতি! ভিডিও কলে চিকিৎসার ফলে যমজ সন্তানহারা তেলেঙ্গানার মহিলা

চেন্নাই টুর্নামেন্টের বাইরে চলে গেলেও পন্ডিত বুধবারের ম্যাচ হালকা ভাবছেন না। জানালেন, এই ফরম্যাটে হালকা ম্যাচ বলে কিছু নেই। সব ম্যাচই চ্যালেঞ্জিং। আমাদের ভাল খেলতে হবে। ছেলেদের বলেছি, যা পজিটিভ করেছ, তাই নিয়েই ভাবো। পজিটিভ ভাবনা তোমাকে জিততে সাহায্য করবে। বাকি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এখন শুধু চেন্নাই ম্যাচ। এটা নিয়েই তোমরা ভাবো।
রিঙ্কুকে নিয়ে চোটের খবর ফুৎকারে উড়িয়ে দিয়েছেন পন্ডিত। বলছিলেন, কোথায় পেলেন এই খবর? বাউন্ডারিতে ফিল্ডিং করলে কেউ হয়তো একটু খোঁড়াবে। কিন্তু তাতে চোটের ব্যাপার নেই। রিঙ্কু দুটো বাউন্ডারি বাঁচিয়েছে। রাহানে ভাল ক্যাচ নিয়েছে। হার্ষিত বল মিস করল তো অনুকূল ভাল বাঁচাল। আমাদের ফিল্ডিং বেশ ভাল হয়েছে রাজস্থান ম্যাচে। পন্ডিতের সাফ কথা, আমরা চাপ নিচ্ছি না। এই খেলায় অনেক কিছু হয়। কে ভেবেছিল আমরা ৯৫ অল আউট হব। আসলে এটা এমন টুর্নামেন্ট যেখানে ভাল-খারাপ চলতেই থাকে।
প্রশ্ন হল রাসেল কি আবার পাঁচে আসবেন? পন্ডিত স্পষ্ট করলেন না। বলছিলেন, পরিস্থিতি দেখতে হবে। রিঙ্কু, ভেঙ্কটেশও আছে। রাসেল যে কোনও জায়গায় নেমে ম্যাচ ঘোরাতে পারে। তবে এ ব্যাপারে কেকেআর কোচ খুব পরিষ্কার। বললেন, আমরা দুটো ম্যাচ জিতেছে। আত্মবিশ্বাস পেয়ে গিয়েছি। প্লে অফেও যাব।

Latest article