প্রতিবেদন: জিমন্যাস্টিক্সে আগের দিন রুপোর হ্যাটট্রিক করেছিল বাংলা (Bengal)। বুধবার প্রথম সোনাটাও এল বাংলার ঘরে। সেই প্রণতি দাসই সোনা জিতলেন। আগের দিন রুপো পেয়েছিলেন। এদিন আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সের আনইভেন বারে সোনা পেলেন প্রণতি। ভোল্টিং টেবলে প্রতিষ্ঠা সামন্ত পেলেন ব্রোঞ্জ। জিমন্যাস্টিক্স থেকে মজিদা খাটু জিতেছেন রুপো।
আরও পড়ুন-সেলিসের চোটে চিন্তা বাড়ল লাল-হলুদের
ছেলেদের অ্যারোবিক্সে অনিকেত চক পেয়েছেন ব্রোঞ্জ। এদিন আরও তিনটি ব্রোঞ্জ পেয়েছে বাংলা। টেবল টেনিসে ছেলে ও মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছে বাংলা। মেয়েদের ডাবলসে মৌমা দাস ও ঐহিকা মুখোপাধ্যায়ের জুটি সেমিফাইনালে হেরে যান। ফলে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়। ছেলেদের ডাবলসে আকাশ পাল ও রণিত ভঞ্জের জুটিও সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পায়। তবে টিটিতে মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছে অনির্বাণ ও ঐহিকার জুটি। এছাড়াও এদিন জুডোতে বাংলার শনসা সরকার ব্রোঞ্জ পেয়েছেন।