সেন্ট কিটস, ২ অগাস্ট : সোমবার কমনওয়েলথ গেমসের শেষ দিনে ব্যাডমিন্টন থেকে তিন-তিনটি সোনার পদক জিতল ভারত। এদিন ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। ছেলেদের ডাবলসেও সোনা হাসিল করেন ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রাংকিরেড্ডি ও চিরাগ শেঠি।
আরও পড়ুন-পাকাপাকি দায়িত্ব পেলে খুশিই হব, দাবি হার্দিকের
আট বছর আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। এর চার বছর পর গোল্ড কোস্টে ফাইনালে উঠেও সাইনা নেহওয়ালের কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। অবশেষে বার্মিংহামে অধরা সোনার স্বাদ পেলেন সিন্ধু। ফাইনালে কানাডার মিশেল লি-কে ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়ে মেয়েদের সিঙ্গলসের সোনা ছিনিয়ে নেন তিনি। প্রথম গেমে মিশেল তাও কিছুটা লড়াই করেছিলেন। তবে দ্বিতীয় গেমে সিন্ধুর আগ্রাসী মেজাজের সামনে দাঁড়াতেই পারেননি কানাডার শাটলার। উল্টে স্নায়ুচাপের শিকার হয়ে একের পর এক ভুল করতে থাকেন মিশেল। সেই সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি সিন্ধু। সরাসরি গেমে ম্যাচ জিতে সোনার দখল নেন দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা।
আরও পড়ুন-শোয়েবের অস্ত্রোপচার
এদিকে, লক্ষ্য কোর্টে নেমেছিলেন মালয়েশিয়ার জে ইয়ংয়ের বিরুদ্ধে। যিনি আবার সেমিফাইনালে কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। তিন গেমের রুদ্ধশ্বাস লড়াই-এর পর, ১৯-২১, ২১-৯, ২১-১৬ ব্যবধানে ইয়ংকে হারিয়ে সোনার দখল নেন লক্ষ্য। অথচ প্রথম গেম হেরে শুরুতেই পিছিয়ে পড়েছিলেন লক্ষ্য। কিন্তু দ্বিতীয় গেমেই ছন্দ ফিরে পান বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের পদকজয়ী ভারতীয় শাটলার। নির্ণায়ক তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যদিও মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেন লক্ষ্য।
অন্যদিকে, ছেলেদের ডাবলস ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি ২১-১৫, ২১-১৩ গেমে ইংল্যান্ডের লেন বেন ও শিন ভেন্ডিকে হারিয়ে দেশকে তৃতীয় সোনা উপহার দেন। ভারতীয় জুটি যে সরাসরি গেমে ম্যাচ জিতবেন, সেটা শুরুতে বোঝা যায়নি। তবে একবার ছন্দ পেয়ে যাওয়ার পর আর পিছন ফিরে তাকাননি সাত্ত্বিক-চিরাগ জুটি।