সূচনার অপেক্ষায় প্রায় ৮ কোটিতে নির্মিত গোল্ড হাব

সেই তিনতলা গোল্ড হাব তৈরির জন্য খরচ হয়েছে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা। দু’বছরের মধ্যেই গোল্ড হাব তৈরির কাজ প্রায় শেষের পথে।

Must read

সংবাদদাতা, দাসপুর : দাসপুর ১ ও ২ ব্লক এবং ঘাটাল ব্লকের হাজার হাজার যুবক ভিনরাজ্যে স্বর্ণশিল্পের কাজে যুক্ত। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, তাঁদের স্বার্থে যেন একটি গোল্ড হাব তৈরি করা হয় এই এলাকায়। সেই চাহিদাকে মান্যতা দিয়ে ২০২৩-এর ১৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোল্ড হাবের শিলান্যাস করেন দাসপুর ২ ব্লকের ফরিদপুর এলাকায়।

আরও পড়ুন-৫ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থানের, নয়া দিশা দেখাবে হলদিয়া পেট্রোকেমিক্যালস

সেই তিনতলা গোল্ড হাব তৈরির জন্য খরচ হয়েছে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা। দু’বছরের মধ্যেই গোল্ড হাব তৈরির কাজ প্রায় শেষের পথে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এলাকার মানুষ চাইছেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই সূচনা হোক এই গোল্ড হাবের। এটি চালু হলে বৃদ্ধ মা-বাবা এবং পরিবারকে ছেড়ে মাসের পর মাস ভিনরাজ্যে কর্মসূত্রে পড়ে থাকতে হবে না ঘাটাল মহকুমার যুবকদের। বাড়ির কাছেই কাজ পাবেন তাঁরা। তাই স্বভাবতই খুশি এলাকার মানুষ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এখন এই হাবটির সূচনার অপেক্ষায় রয়েছেন

Latest article