প্রতিবেদন : স্বাস্থ্য পরিষেবায় ফের স্বর্ণমুকুট রাজ্যের মাথায়। অন্ধত্ব দূর করতে রাজ্যের প্রকল্প চোখের আলো কর্মসূচি (Chokher Alo scheme) দেশের সমস্ত রাজ্যকে পিছনে ফেলে সেরার স্বীকৃতি তথা প্রথম স্থান পেল। তুলে দেওয়া হয়েছে স্বর্ণপদক। ছানির অস্ত্রোপচার ও নিখরচায় চশমা বিতরণের স্বীকৃতি এই পুরস্কার। মাত্র দু’বছর আগে ২০২১ সালে প্রকল্প (Chokher Alo scheme) চালু হয়। এরপর দু’বছরে ১০ লক্ষ ১৫ হাজার ৯০৪ জনের ছানি অস্ত্রোপচার হয়েছে। ১৫ লক্ষ ৩৭ হাজার ৯৩৪ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। যা গোটা দেশে বিরাট সাফল্য। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগি জানান, সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন প্রান্তিক মানুষ। মুখ্যমন্ত্রী এদের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে চেয়েছিলেন। এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে ২৬টি স্যাটেলাইট ওটি সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে। যার মধ্যে ১১টির কাজ শেষ।
আরও পড়ুন: ভারতসেরা মোহনবাগান, আজ তাঁবুতে মুখ্যমন্ত্রী