বিশ্বের মঞ্চে নিজের দৌড় শুরু করল রাজামৌলি পরিচালিত ও রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘আরআরআর’ (RRR)। আন্তর্জাতিক পুরস্কার এল ভারতের ঝুলিতে। গোল্ডেন গ্লোবস পেল ভারতীয় ছবি আরআরআর। ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে পুরস্কার পেয়েছে এই ছবির জনপ্রিয় গান ‘নাট্টু নাট্টু’। এবার সঙ্গীতের সেরার তকমা আন্তর্জাতিক স্তরে।
ভারতীয় সিনেমার ঐতিহাসিক দিন। আরআরআর ছবিটি আদতে প্রাক স্বাধীনতা সময়ের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটি ৮০ তম গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা অ-ইংরেজি ছবি বিভাগে মনোনীত হয়েছিল। এই ছবিরই গান ‘নাটু নাটু’ টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, টপ গান: ম্যাভেরিক ছবি থেকে লেডি গাগার গাওয়া ‘হোল্ড মাই হ্যান্ড’, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের ‘লিফট মি আপ’, ইত্যাদি গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছিল।
আরও পড়ুন-শহরে অনুষ্ঠানে এবার এক মঞ্চে অভিজিৎ-বিকাশ
‘নাটু নাটু’ গানটির ভিডিয়োতে জুনিয়র এনটিআর এবং রাম চরণকে দেখা গিয়েছিল। এই গানটিতে এত সুন্দর করে গল্প তুলে ধরা হয়েছে এবং কোরিওগ্রাফি করা হয়েছে যে সেটা সকলেরই বেশ নজর কেড়েছে।
আরআরআর ছবিটি আমেরিকায় দারুন সাড়া পেয়েছে। এই ছবিটি (RRR) নেটফ্লিক্সে হিন্দি ভার্সনে যকন থেকে মুক্তি পেয়েছে তখন থেকে এটির জনপ্রিয়তা সেখানে আরও বেড়েছে। চলতি বছরের শুরুর দিকেই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে এটি। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে ছবিটি পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গোল্ডেন গ্লোবসে দুটি বিভাগে। শুধু তাই নয়, অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে। আর বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে।এই ছবির জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের খেতাব জন্য সদ্যই অর্জন করেছেন রাজামৌলি। এবার আরও বড় মম্মান।