প্রতিবেদন : আড়াই দিনের কলকাতা সফর শেষ হল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। দু’দিন ধরে এমি-জ্বরে যেন কাবু ছিল তিলোত্তমা। বুধবার কলকাতা সফরের শেষ দিন সকালেই পৌঁছে যান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানে যাওয়ার পথে বাইপাসের ধারে দিয়েগো মারাদোনার মূর্তিতে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মার্টিনেজ।
আরও পড়ুন-মন্দিরে পুজো দিয়ে প্রচারে নুরজাহান
শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে হুডখোলা জিপে চেপে ঘোরেন এমি। ভিড়ের চাপে জিপের চাকা গড়ানোর জায়গা ছিল না। জিপ থেকেই ভক্তদের জন্য ফুটবলে অটোগ্রাফ দেন বিশ্বকাপজয়ী তারকা। মাঠে নেমে পেনাল্টি সেভ করলেন। মিলনমেলা প্রাঙ্গণ, মোহনবাগান মাঠের পর এদিনও ‘দিবু’ (মার্টিনেজের ডাকনাম) অবাক হয়ে দেখলেন, তাঁকে নিয়ে কয়েক হাজার কিলোমিটার দূরের এক শহরের আবেগ, উন্মাদনা।
শ্রীভূমি ক্লাবের তরফে এমিকে দেওয়া হয় সংবর্ধনা। স্মারক হিসেবে লিওনেল মেসির সতীর্থকে উপহার দেওয়া হয় ‘গোল্ডেন গ্লাভস’।
আরও পড়ুন-উন্নয়নের খতিয়ান তুলে চা-বলয়ে প্রচার
ক্লাবের কর্ণধার মন্ত্রী সুজিত বসুই এমির হাতে তুলে দেন এই বিশেষ উপহার। কাতার বিশ্বকাপে সেরা গোলকিপারের গোল্ডেন গ্লাভস জেতার পর অশ্লীল ভঙ্গি করে সমালোচিত হয়েছিলেন মার্টিনেজ। এখানেও সেই বিতর্কিত ভঙ্গিতে পোজ দেন এমি। বুঝিয়ে দেন, এমি থাকেন নিজের মেজাজেই। সমালোচনা, বিতর্ক গায়ে মাখেন না।