জাতীয়

সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি শুরু এখনই, চিত্তরঞ্জন পার্ক মেলা গ্রাউন্ডের দুর্গোৎসব

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: রাজধানী দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোগুলির প্রধান বৈশিষ্ট্য হল, বছরের পর বছর ধরে এখানে সব ধর্মের মানুষের মহামিলন যজ্ঞ আয়োজিত হয়ে থাকে৷ বাঙালিপ্রধান এলাকা চিত্তরঞ্জন পার্কে প্রবাসী বাঙালিদের একটা অংশ সারা বছরই ব্যস্ত থাকেন নিজের নিজের পেশাগত কারণে৷

আরও পড়ুন-বিজয়ার পরও নবমীনিশির মায়াবী সুর মণ্ডপগুলিতে

দুর্গাপুজোর ক’টা দিন যাবতীয় ব্যস্ততা শিকেয় তুলে দিয়ে তাঁদেরই দেখা যায় মায়ের ভোগ প্রসাদ পরিবেশন করতে৷ এঁরাই কাঁধে কাঁধ মিলিয়ে মায়ের পুজোর সব ব্যবস্থা করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, সর্বোপরি পুজোর সব খুঁটিনাটির প্রতি সর্বক্ষণ কড়া নজর রাখেন৷ পুজো কমিটির এই সদস্যদের সঙ্গে যোগ দিতে দেখা যায় বিদেশের বুকে থাকা অনাবাসী ভারতীয়দের একাংশকেও৷ এঁদের অনেকেই দুর্গাপুজোর সময়ে দিল্লির চিত্তরঞ্জন পার্কে এসে মায়ের আরাধনায় ব্রতী হন৷ দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজোর পালা মিটলে তাঁদের দেখা যায় বিদেশে ফিরে যেতে৷ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের একান্ত সহযোগিতাতেই বছরের পর বছর ধরে দুর্গাপুজোর সময়ে রাজধানী দিল্লির বুকে একখণ্ড বাংলাকে তুলে ধরে চিত্তরঞ্জন পার্ক৷

আরও পড়ুন-মোদির সবকা বিকাশের বেলুন ফুটো, লজ্জা! ক্ষুধাসূচকে পড়শিদের নিচে ভারত

এখানকার একটি বিখ্যাত পুজো হল মেলা গ্রাউন্ডের দুর্গাপুজো৷ সিআর পার্কের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল মেলা গ্রাউন্ড জুড়ে প্রতি বছর এই পুজো আয়োজিত হয়৷ এবছর পুুজোর ৪৯তম বর্ষ৷ সাবেকিয়ানা এবং ঐতিহ্যের মেলবন্ধনে আয়োজিত এখানকার পুজো আয়তনে, বহরে দিল্লির মধ্যে সব থেকে বড়৷ পুজোমণ্ডপ ও দুর্গাপ্রতিমাও দিল্লির মধ্যে সব থেকে বড় বলে দাবি জানান পুজো উদ্যোক্তারা৷ প্রতিবারের মতো এবারের পুজোতেও মেলা গ্রাউন্ডের পুজোর অন্যতম বড় আকর্ষণ ভরপুর পেটপুজোর আয়োজন৷ পুজোর প্রতিদিনই এখানে ছিল পংক্তিভোজনের ব্যবস্থা৷ পুজোমণ্ডপের বাইরে থাকে প্রচুর খাবারের স্টল৷ অন্যান্যবারের মতো এই বছরও দুর্গাপুজোর শেষ লগ্নে সবার নজর কাড়বে এই এলাকার অদিবাসী মহিলাদের সিঁদুরখেলা ও দুর্গাবরণ পর্ব৷ এখন থেকেই মেলা গ্রাউন্ডের পুজোর উদ্যোক্তারা প্রস্তুতি শুরু করছেন আগামী বছরের সুবর্ণ জয়ন্তীর জন্য৷ তাদের দাবি, ২০২৫ সালে চিত্তরঞ্জন পার্কের মেলা গ্রাউন্ডের দুর্গাপুজো গোটা দেশের নজর কাড়বে৷

Jago Bangla

Recent Posts

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

5 minutes ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

36 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

56 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago