নয়াদিল্লি, ১৪ অগাস্ট : বিনেশ ফোগটের ভাগ্যে কী রয়েছে, তা জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। কথা ছিল, মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে নটায় বিনেশ রুপোর পদক পাবেন কিনা, তা নিয়ে রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা ক্যাশ। কিন্তু তা পিছিয়ে গিয়েছে শুক্রবার পর্যন্ত। এই নিয়ে তিন-তিনবার রায়দান স্থগিত রাখা হল। বিনেশের আইনজীবী বিধুষপত সিংঘানিয়া আবার দাবি করছেন, এতে ভারতীয় কুস্তিগিরের সুবিধাই হল।
আরও পড়ুন-বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে ১৭-১৮ অগাস্ট ব্লক-ওয়ার্ডে ধরনা
এই প্রসঙ্গে বিনেশের আইনজীবীর বক্তব্য, ‘‘আমাদের বিশ্বাস, বিনেশ শেষ পর্যন্ত সুবিচার পাবেই। প্রথমে আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায়ের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। কিন্তু একাধিকবার রায়দান পিছিয়ে যাওয়ার অর্থ, ওরা বিনেশের ব্যাপারটা বাড়তি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তাই বিচারক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করার জন্য আরও সময় চান। এতে বিনেশের জন্য ভালই হল।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘এক্ষেত্রে আমরা একটা যুগান্তকারী রায়ের অপেক্ষায় রয়েছি। আইনি লড়াই জটিল হলেও আশা করছি, বড় কিছুই হবে। সবার উচিত বিনেশের জন্য প্রার্থনা করা। যাতে ও অলিম্পিক পদক পায়।’’
এদিকে, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের আইনের ২০ নম্বর ধারায় বলা আচে, শুনানির ২৪ ঘণ্টার মধ্যেই রায়দান করতে হবে। তাহলে কেন তা বারবার পিছিয়ে যাচ্ছে! যদিও ক্যাশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৮ নম্বর ধারা প্রয়োগ করে রায়দান পিছিয়ে দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে, ব্যতিক্রমী ক্ষেত্রে ক্যাশের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট রায়দান পিছিয়ে দিতে পারেন। যাতে স্পর্শকাতর বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে কোনও খামতি না থাকে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…