বঙ্গ

পাঁচ বছরে প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল,মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন প্রস্তুতি

প্রতিবেদন : আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের সমস্ত বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। অতিমারির বাধা বা একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ও তাতে বাধা সৃষ্টি করতে পারেনি। আর রাজ্য সরকারের এই তৎপরতায় তৈরি হয়েছে নতুন মাইল ফলক। নবান্ন সূত্রে খবর, রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর অক্টোবর মাসে রাজ্যের ১ লক্ষ ৯০ হাজার ৪০০টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দিয়েছে। এই প্রকল্পে প্রথম স্থানে আছে কর্ণাটক। তারপরেই সকলকে পিছনে ফেলে প্রথম স্থানে চলে এসেছে পশ্চিমবঙ্গ।

জানা গেছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জলস্বপ্ন প্রকল্পে কাজের গতিতে প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ। তবে অক্টোবর মাসে দুর্গোৎসব এবং ছুটিছাটা জন্য কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে। পাশাপাশি বাধা হয়েছে একাধিক জেলার বন্যা পরিস্থিতি। তবে তাকে কাটিয়েই কাজ করে চলেছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে কর্মী আধিকারিকেরা।

আরও পড়ুন : বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করছেন না বিজেপি বিধায়করা

প্রশাসনিক সূত্রের খবর জলস্বপ্ন প্রকল্পের বাজেটে কোনও কার্পণ্য করা হচ্ছে না। নির্ধারিত পাঁচ বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রকল্পকে নিজেদের তত্ত্বাবধানে এনেছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। সরকারি রিপোর্ট বলছে, মে (ওই মাসেই শপথ নিয়েছিল নতুন সরকার)-তে ঘরে ঘরে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার সংখ্যা ছিল প্রায় ৪১ হাজার। জুনে তা দ্বিগুণেরও বেশি বেড়ে হয় প্রায় ৮৩ হাজার। জুলাই এবং অগস্টে সেই সংখ্যা আরও বেড়ে হয় যথাক্রমে প্রায় ১.৬৩ লক্ষ এবং ২.৩৮ লক্ষ। উল্লিখিত প্রথম দু’মাসে গোটা দেশের মধ্যে বাংলার অবস্থান ষষ্ঠ হলেও জুলাই এবং অগস্টে তা হয় যথাক্রমে পঞ্চম এবং প্রথম। গত বছর থেকে এ-পর্যন্ত এই প্রকল্পে প্রায় ৩০ লক্ষ জল-সংযোগ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে প্রতিটি গ্রামকে সজল গ্রাম হিসেবে গড়ে তোলা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জল স্বপ্ন প্রকল্পের আওতায় প্রকল্পের অধীনে আগামী পাঁচ বছরের মধ্যে গ্রামের দু’কোটি মানুষের কাছে পরিশুদ্ধ জল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।
জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অধীনে ৫৮ হাজার কোটি টাকার এই প্রকল্পের কাজ চলছে। বাংলার প্রতিটি ঘরে জলের সংযোগ পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী গত বছরের ৬ জুলাই এই প্রকল্পের সূচনা করেন। প্রকল্পের বাজেট মোট ৫৮ হাজার কোটি টাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমান দৈনিক জল সংযোগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ হাজার করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে ১ কোটি ৬৩ লক্ষের মতো গ্রামীণ পরিবার রয়েছে। এখনও পর্যন্ত মাত্র ২.১৯ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছেছে। ২০১৯-’২০ আর্থিক বছরে ৯৯৩.৮৮ কোটির মধ্যে ৪২৮.৩৭ কোটি টাকা খরচ হয়েছে। চলতি বছর এই প্রকল্পের জন্য রাজ্য এবং কেন্দ্রের বরাদ্দ মিলিয়ে প্রায় ৫৭৭০ কোটি টাকা রয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago