প্রতিবেদন : নিজেদের মধ্যে ঝগড়া করলে দলে জায়গা হবে না। মনে রাখবেন, মানুষ সঙ্গে না থাকলে আমরা শূন্য। পঞ্চায়েত নির্বাচনের মুখে দলীয় কর্মীদের কড়া বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার কৃষ্ণনগর (Krishnanagar- Mamata Banerjee) গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নিজেদের মধ্যে ঝগড়া করলে দলে জায়গা দেওয়া হবে না। যাঁরা এমএলএ আছেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আর কেউ ঝগড়া করলে তাঁকে আমি পার্টিতে জায়গা দেব না। আমাদের যাঁরা পঞ্চায়েতে, ব্লকে, বা জেলা পরিষদে আছেন, তাঁদের কেউ কেউ নিজেদের কেউকেটা ভাবতে আরম্ভ করেছেন। কে বড় হনু, আমি না মানুষ? মানুষ না থাকলে আমি শূন্য। সব সময় মানুষের কথা ভাবতে হবে। রোজ তৃণমূলের প্রতীককে আমি নমস্কার করি। আমি জানি কে ভাল কাজ করে, আর কে করে না। যার ইগো থাকবে বাড়িতে বসে থাকুন। কাজ করার দরকার নেই। এভাবেই দলীয় কর্মীদের আচরণ নিয়ে কড়া বার্তা দিলেন নেত্রী (Krishnanagar- Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একটা পরিবার। তৃণমূল কোনও গ্রুপ নয়। শান্তি বজায় রেখে মানুষের স্বার্থে কাজ করে যেতে হবে। জনসংযোগ বাড়াতে হবে। আর ভাল কাজ করলে তবেই গুরুত্ব মিলবে দলে। দলীয় নেতা-কর্মীদের ভুলত্রুটির কথা মেনে নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা-দুটো লোক ভুল করতে পারে। তার জন্য সবাই খারাপ হয়ে যায়? আমি চাই যারা ভুল করবে তারাই শুধরে নেবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা মাথা উঁচু করে চলবে। কোনও লোভ যেন তাঁদের গ্রাস করতে না পারে। অর্থই অনর্থের কারণ। লোভ করে পাওয়া অর্থ যার কাছে রাখছেন সে মেরে দিচ্ছে। লোভ করে অর্থ করে সমাজে শুধু বদনামই হচ্ছে। এরপরই সভা মঞ্চ থেকে সমন্বয় কমিটি তৈরি করে দেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন-আজ শহিদ-তর্পণ নন্দীগ্রামে, জোর প্রস্তুতি তৃণমূল শিবিরে