খেলা

রোহিতের শাসনে বিদায় গিলদের

মুল্লানপুর, ৩০ মে : টুর্নামেন্টে ভাল শুরু করেও অষ্টাদশ আইপিএলের এলিমিনেটর হেরে বিদায় নিল শুভমন গিলের গুজরাট টাইটান্স। উল্টোদিকে শুরুটা হতাশার হলেও ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে জায়গা করে নেওয়া হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটরে গুজরাটকে ২০ রানে হারিয়ে কোয়ালিফায়ার টু-এ পাঞ্জাব কিংসের মুখোমুখি। রবিবার সেই ম্যাচ কার্যত দ্বিতীয় সেমিফাইনাল। রোহিত শর্মার দাপটে মুম্বই জিতলেও তাঁর জোড়া ক্যাচ মিসের মাশুল দিতে হল গুজরাটকে। মুম্বইয়ের ২২৮ রানের জবাবে গুজরাট লড়াই করেও থামল ২০৮-এ।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর কুৎসাকে নস্যাৎ করে উন্নয়নের তথ্য দিয়ে জবাব মুখ্যমন্ত্রীর

বড় মঞ্চে সবসময় জ্বলে ওঠেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হোক বা আইপিএলের নক আউট পর্ব। মরণ-বাঁচন ম্যাচে ফের ঝলসে উঠল রোহিতের ব্যাট। এলিমিনেটরে রো-হিটে নতুন রেকর্ড। আইপিএলে ৭০০০ রান ও ৩০০ ছক্কার নজির হিটম্যানের। গুজরাটের বিরুদ্ধে রোহিতের ব্যাটিং বিক্রমেই ৩০০-র কাছাকাছি রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।
টসে জিতে নতুন চণ্ডীগড়ের স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক। রিকেলটন দেশে ফিরে যাওয়ায় নতুন রিক্রুট অভিজ্ঞ ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো ওপেনিংয়ে রোহিতের সঙ্গে জুটি বেঁধে দাপুটে ব্যাটিং করেন। ইংরেজ ব্যাটার ২২ বলে ৪৭ রান করেন। কিন্তু রোহিতকে থামাতে পারছিল না গুজরাটের বোলাররা। তার মধ্যে দু’বার জীবন ফিরে পান। রোহিতের ক্যাচ ফেলার মাশুল দিতে হল গুজরাটকে। ৫০ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান চারটি ছক্কা ও ন’টি বাউন্ডারির সাহায্যে। শেষ পর্যন্ত রোহিতকে ফেরান প্রসিধ কৃষ্ণ। সূর্যকুমার যাদব (২০ বলে ৩৩) এই ম্যাচেও রান করেন। শেষ বেলায় ৯ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বইয়ের স্কোর ২২৮-এ পৌঁছে দেন ক্যাপ্টেন হার্দিক। গুজরাটের হয়ে প্রসিধ ও সাই কিশোর ২টি করে উইকেট পান।

আরও পড়ুন-দিনের কবিতা

২২৯ রানের বড় টার্গেটের সামনে শুরুটা ভাল হয়নি গুজরাটের। প্রথম ওভারেই অধিনায়ক শুভমনকে (১) আউট করেন ট্রেন্ট বোল্ট। এরপর বাটলারহীন টপ অর্ডারে আশা জাগিয়েও ভরসা দিতে পারেননি লঙ্কা ব্যাটার কুশল মেন্ডিস। এক প্রান্ত থেকে গুজরাটকে লড়াইয়ে রাখেন চলতি আইপিএলে কমলা টুপির মালিক সাই সুদর্শন। তাঁর সঙ্গে ওয়াশিংটন সুন্দরের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৮৪ রান। শিশিরের কারণে স্ট্রোক প্লে’র সুবিধা হয়। এই সময় চাপে পড়ে যাওয়া মুম্বইকে জাগিয়ে তোলেন সেই জসপ্রীত বুমরা। সুন্দরকে (২৪ বলে ৪৮) বোল্ড করেন ভারতীয় স্পিডস্টার। দু’ওভারের মধ্যে সুদর্শনকে (৪৯ বলে ৮০) ফিরিয়ে দেন উইল জ্যাকসের পরিবর্ত রিচার্ড গ্লিসন। মুম্বই জয়ের রাস্তা তখন অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এরপর শেরফানে রাদারফোর্ড (২৪), রাহুল তেওয়াটিয়া (১৩ নট আউট) ও শাহরুখ খান (১৩) চেষ্টা করলেও মুম্বইয়ের বড় স্কোর থেকে ২০ রান দূরে থেমে যায় গুজরাট।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

8 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

8 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago