ফের প্রশ্নের মুখে রেল। রবিবার রাতে রানাঘাটের (Ranaghat) কাছে বেলাইন মালগাড়ি (Goods train) । খবর পাওয়া মাত্রই রেলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ট্রেনটিকে দ্রুত লাইন থেকে তোলার ব্যবস্থা করা হয়েছে। কীভাবে ট্রেনটি বেলাইন হল সেই বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনার ফলে রেল সুরক্ষা আবার একবার প্রশ্নের মুখে। ঘটেই চলেছে একের পর এক ঘটনা। উত্তরবঙ্গের ঘটনার রেশ কাটেনি এখনও। কিছুদিন আগে সোদপুরের কাছে একটি রেলগেটের ভেতর ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে দুটি গাড়ির।
আরও পড়ুন-আজ শ্রাবণের প্রথম সোম, তারকেশ্বর লাইনে ১৪ স্পেশাল লোকাল ট্রেন
প্রসঙ্গত, কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে বেলাইন হয়েছিল একটি ট্রেন। ডিব্রুগড় এক্সপ্রেস অসমের দিকে আসার সময় উত্তরপ্রদেশের গোন্ডার কাছে বেলাইন হয়ে গিয়েছিল ১২টি কামরা। ৪জনের মৃত্যু হয়। যদিও এই দুর্ঘটনার পেছনে নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ২টো ৩৭মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে সবমিলিয়ে রেল যাত্রা এই মুহূর্তে আতঙ্কের জায়গা নিয়েছে।