রবিবার সকালে খড়্গপুর (Kharagpur) ডিভিশনের বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারল প্ল্যাটফর্মে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমত হইচই পড়ে যায় গোটা স্টেশনে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মালগাড়িটি। সূত্রের খবর, রবিবার সকাল ৯টা নাগাদ ডাউন লাইনের পাঁচ নম্বর লুপ লাইনে ঢোকার সময়ে একটি মালগাড়ির ইঞ্জিন ও দু’টি বগি প্ল্যাটফর্মে ধাক্কা মারে। প্রচন্ড জোরে আওয়াজ হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয় প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন-দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ
অন্যদিকে সেই সময়ে স্টেশন চত্বরে কাজ চলছিল। তারাও ভয় পেয়ে যান। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন রেলের আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হল মালগাড়ি লাইনচ্যুত না হওয়া সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে প্ল্যাটফর্মের ওই অংশ ভেঙে ইঞ্জিন ও বগিকে প্ল্যাটফর্ম থেকে আলাদা করা হয়। বালিচকের স্টেশন মাস্টার জানিয়েছেন ট্র্যাক বা লাইন থেকে চাকা নামেনি। প্ল্যাটফর্মে একটি ইঞ্জিন ও দু’টি বগির ধাক্কা লাগে। এরপরেই ফের একবার প্রশ্নের মুখে রেল সুরক্ষা। কেনই বা প্লাটফর্মে ধাক্কা লাগবে? কী কারণে এমন হল, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার জন্য ট্রেন চলাচলে কোন ব্যাঘাত না ঘটলেও যাত্রীরা বেশ আতঙ্কিত।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…